স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ - অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (27-06-2025)

স্বাস্থ্য শিক্ষা বিভাগ: অফিস সহকারী পদের পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ: অফিস সহকারী পদের প্রশ্ন ও সমাধান


চাকরিপ্রার্থীদের প্রস্তুতির সুবিধার্থে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের 'অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক' পদের সম্পূর্ণ প্রশ্নপত্র এবং তার নির্ভুল সমাধান নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। এই সমাধানটি আপনার ভবিষ্যৎ পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।



পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক


বিভাগ: স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ


পরীক্ষার তারিখ: ২৭.০৬.২০২৫


পূর্ণমান: ৯০ | সময়: ৯০ মিনিট



বাংলা অংশ সমাধান


১. কারক ও বিভক্তি নির্ণয় করুন:

  • ক. গাড়ি স্টেশন ছাড়ে- অপাদানে শূন্য।
  • খ. সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়- অধিকরণে ৭মী।
  • গ. বুদ্ধি খাটিয়ে কাজ কর- করণে শূন্য।
  • ঘ. নেহাল অংকে খুব কাঁচা- অধিকরণে ৭মী।
  • ঙ. এর অধীনে দায়িত্বভার অর্পণ করুন- কর্মে ৭মী।

২. এককথায় প্রকাশ করুন:

  • ক. যে অপরের লেখা চুরি করে নিজ নামে চালায়- কুম্ভীলক।
  • খ. অধর-প্রান্তের হাসি- বক্রোষ্ঠিকামর।
  • গ. হাতের কনুই হতে কব্জি পর্যন্ত অংশ- রত্নি।
  • ঘ. জয়ের জন্য উৎসব- জয়ন্তী / জয়োৎসব।
  • ঙ. পরকে প্রতিপালন করে যে- পরভৃৎ (কাক)।

৩. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:

  • ক. জীবনবিমা = জীবন রক্ষার্থে বীমা (মধ্যপদলোপী কর্মধারয়)।
  • খ. শ্রমলব্ধ = শ্রম দ্বারা লব্ধ (৩য়া তৎপুরুষ সমাস)।
  • গ. হৃতসর্বস্ব = হৃত হয়েছে সর্বস্ব যার (সমানাধিকরণ বহুব্রীহি)।
  • ঘ. প্রতিকূল = বিরুদ্ধ কূল (অব্যয়ীভাব সমাস)।
  • ঙ. মনমাঝি = মন রূপ মাঝি (রূপক কর্মধারয় সমাস)।

৪. অর্থসহ বাক্য লিখুন:

  • ক. ঘাট মানা (দোষ স্বীকার করা): চোরটিকে উত্তম-মধ্যম দেয়ার পর অবশেষে ঘাট মানলো।
  • খ. বারো সতেরো (খুঁটিনাটি): তোমাদের অপকর্মের বারো সতেরো আমার নখদর্পণে, তাই আমার সাথে চালাকি করে পার পাবে না।
  • গ. অক্ষয় বট (প্রাচীন ব্যক্তি): রহিম সাহেব অক্ষয় বট, তার নিকট ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কে জানতে পারবে।
  • ঘ. শিরে সংক্রান্তি (আসন্ন বিপদ): কারো শিরে সংক্রান্তিকালে তাকে নিয়ে তামাশা করা উচিত নয়।
  • ঙ. টীকা ভাষ্য (দীর্ঘ আলোচনা): টীকাভাষ্যের পর জানা গেল প্রকল্পের গৃহীত কোনো পদক্ষেপই বাস্তবায়িত হয়নি।

৫. অনুচ্ছেদ লিখুন: নবায়নযোগ্য জ্বালানি

নবায়নযোগ্য জ্বালানি এমন এক শক্তির উৎস, যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে জ্বালানির উৎসটি নিঃশেষ হয়ে যায় না। বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন: সূর্যের আলো ও তাপ, বায়ুপ্রবাহ, জলপ্রবাহ, জৈবশক্তি, সমুদ্রস্রোত, জোয়ার-ভাটা ও হাইড্রোজেন ফুয়েল সেল নবায়নযোগ্য জ্বালানির উৎস হিসেবে বিবেচিত। বিশ্বের অধিকাংশ দেশ তাদের বিদ্যুৎ চাহিদা মেটাতে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে। বাংলাদেশও নবায়নযোগ্য জ্বালানি থেকে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের জন্য সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নের জন্য নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০০৮ প্রণয়ন করা হয়। বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বর্তমানে দেশে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ মোট বিদ্যুৎ উৎপাদনের ২.০৮ শতাংশ। বিশ্বে জীবাশ্ম জ্বালানির অধিকাংশই বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। ফলে কার্বন নিঃসরণের মাত্রা বেড়ে যাচ্ছে এবং জলবায়ু পরিবর্তন ঘটছে। তাই জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং টেকসই জ্বালানি হিসেবে বিশ্বব্যাপী নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।



English Section Solution

6. Write a paragraph on 'Patriotism'

Patriotism, a sentiment deeply ingrained in the human psyche, embodies an unwavering love and loyalty towards one's homeland. It transcends mere geographical boundaries, encompassing a profound attachment to the cultural heritage, history, and values of a nation. At its core, patriotism instills a sense of pride in one's identity and fosters a collective bond among citizens who share a common destiny. This sense of belonging fosters social cohesion and strengthens the fabric of the nation. Moreover, patriotism inspires individuals to actively contribute to the betterment of their communities. By advocating for justice, equality, and freedom, patriots play a pivotal role in shaping their nation's future. Ultimately, patriotism is a call to action, a driving force for positive transformation towards a more inclusive, equitable, and prosperous society.


7. Make sentences with meaning:

  • a. Scape goat (বলির পাঁঠা): The captain was made a scapegoat for the team's failure.
  • b. Take to heart (মর্মাহত হওয়া): Don't take to heart what he said; he was only joking.
  • c. To bring out (ব্যক্ত করা): He was so shocked that he could hardly bring out a word.
  • d. Uphill task (কষ্টসাধ্য কাজ): It is a very uphill task for a self-respecting politician.
  • e. Of late (সম্প্রতি): We haven't seen him of late.

8. Translate into English:

  • ক. শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই ছাত্ররা উঠে দাঁড়ালো।
    Ans: No sooner had the teacher entered the classroom than the students stood up.
  • খ. কলম দুইটির একটিতেও চলবে না।
    Ans: Neither of the pens will work.
  • গ. সিলেটের চা আসামের চা অপেক্ষা ভালো।
    Ans: The tea of Sylhet is better than the tea of Assam.
  • ঘ. আমি কতক্ষণ তার জন্য অপেক্ষা করবো?
    Ans: How long will I wait for him?
  • ঙ. অতি ভক্তি চোরের লক্ষণ।
    Ans: Too much courtesy, too much craft.

9. Change Gender:

  • Duck → Doe
  • Bee → Drone
  • Heir → Heiress
  • Peacock → Peahen
  • Duke → Duchess

10. Transform the sentences as directed:

  • a. Without reading attentively, you will not pass the examination. (Complex)
    Ans: If you do not read attentively, you will not pass the examination.
  • b. The old man killed the bird and brought bad luck to the crew. (Simple)
    Ans: By killing the bird, the old man brought bad luck to the crew.
  • c. Father is too weak to walk. (Compound)
    Ans: Father is very weak and he cannot walk.
  • d. Let whatever he likes be done by him. (Active)
    Ans: Let him do whatever he likes.
  • e. The rose smells sweet. (Passive)
    Ans: The rose is sweet when it is smelt.

গণিত অংশ সমাধান

১১. কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন।

সমাধান:
ধরি, আসল = ৮ক টাকা।
সুতরাং, মুনাফা = আসলের ৩/৮ অংশ = ৮ক × (৩/৮) = ৩ক টাকা।
মুনাফা-আসল = আসল + মুনাফা = ৮ক + ৩ক = ১১ক টাকা।
প্রশ্নমতে, ৫৫০০ = ১১ক
বা, ক = ৫৫০০ / ১১ = ৫০০

∴ আসল = ৮ক = ৮ × ৫০০ = ৪০০০ টাকা।
এবং মুনাফা = ৩ক = ৩ × ৫০০ = ১৫০০ টাকা।
সময় (n) = ৩ বছর।

মুনাফার হার (r) = (I / Pn) × 100%
= (১৫০০ / (৪০০০ × ৩)) × 100%
= (১৫০০ / ১২০০০) × 100% = ১২.৫%

উত্তর: আসল ৪০০০ টাকা এবং মুনাফার হার ১২.৫%।


১২. x³ + 6x²y + 11xy² + 6y³ কে উৎপাদকে বিশ্লেষণ করুন।



সমাধান:
প্রদত্ত রাশি = x³ + 6x²y + 11xy² + 6y³
= x³ + x²y + 5x²y + 5xy² + 6xy² + 6y³
= x²(x + y) + 5xy(x + y) + 6y²(x + y)
= (x + y)(x² + 5xy + 6y²)
= (x + y)(x² + 2xy + 3xy + 6y²)
= (x + y){x(x + 2y) + 3y(x + 2y)}
= (x + y)(x + 2y)(x + 3y)

উত্তর: (x + y)(x + 2y)(x + 3y)


১৩. প্রমাণ করুন: 1/(2 - sin²θ) + 1/(2 + tan²θ) = 1



সমাধান:
বামপক্ষ (L.H.S) = 1/(2 - sin²θ) + 1/(2 + tan²θ)
= 1/(2 - sin²θ) + 1/(2 + sin²θ/cos²θ)
= 1/(2 - sin²θ) + 1/((2cos²θ + sin²θ)/cos²θ)
= 1/(2 - sin²θ) + cos²θ/(2cos²θ + sin²θ)
= 1/(2 - sin²θ) + cos²θ/(2(1-sin²θ) + sin²θ)
= 1/(2 - sin²θ) + cos²θ/(2 - 2sin²θ + sin²θ)
= 1/(2 - sin²θ) + cos²θ/(2 - sin²θ)
= (1 + cos²θ)/(2 - sin²θ)
= (1 + 1 - sin²θ)/(2 - sin²θ) [যেহেতু cos²θ = 1 - sin²θ]
= (2 - sin²θ)/(2 - sin²θ)
= 1 = ডানপক্ষ (R.H.S)

∴ (প্রমাণিত)


১৪. a = √6 + √5 হলে, (a⁶ - 1)/a³ এর মান নির্ণয় করুন।


সমাধান: প্রদত্ত রাশি = (a⁶ - 1)/a³ = a³ - 1/a³
আমরা জানি, a³ - b³ = (a - b)³ + 3ab(a - b)
সুতরাং, a³ - 1/a³ = (a - 1/a)³ + 3.a.(1/a)(a - 1/a)
= (a - 1/a)³ + 3(a - 1/a)

এখন, a = √6 + √5
1/a = 1/(√6 + √5) = (√6 - √5) / ((√6 + √5)(√6 - √5)) = (√6 - √5) / (6-5) = √6 - √5

∴ a - 1/a = (√6 + √5) - (√6 - √5) = 2√5

এখন মান বসিয়ে পাই,
(2√5)³ + 3(2√5)
= 8 × 5√5 + 6√5
= 40√5 + 6√5 = 46√5
উত্তর: 46√5

১৫. একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন।


সমাধান:
ধরি, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য = a মিটার।
∴ ক্ষেত্রফল = (√3/4)a² বর্গমিটার।
বাহুর দৈর্ঘ্য ১ মিটার বাড়ালে নতুন বাহুর দৈর্ঘ্য হয় = (a+1) মিটার।
∴ নতুন ক্ষেত্রফল = (√3/4)(a+1)² বর্গমিটার।

প্রশ্নমতে, (√3/4)(a+1)² - (√3/4)a² = 3√3
বা, (√3/4){(a+1)² - a²} = 3√3
বা, (a+1-a)(a+1+a) = (3√3 × 4)/√3
বা, 1 × (2a+1) = 12
বা, 2a = 11
বা, a = 5.5

উত্তর: ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ৫.৫ মিটার।

সাধারণ জ্ঞান অংশ সমাধান


  • ক. SREDA এর পূর্ণরূপ কী?
    উত্তর: Sustainable and Renewable Energy Development Authority.

  • খ. কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন?
    উত্তর: মুহম্মদ বিন তুঘলক।
  • গ. 'এনক্রিপশন' কী?
    উত্তর: এনক্রিপশন হলো এমন এক পদ্ধতি, যেখানে সাধারণ তথ্যকে একটি বিশেষ কোডে রূপান্তর করা হয়, যাতে অননুমোদিত কেউ তা পড়তে না পারে।
  • ঘ. 'স্পেন বিজয় কাব্য' এই বাংলা মহাকাব্যের রচয়িতা কে?
    উত্তর: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।
  • ঙ. 'আবাদান' নামক স্থানটি কোন দেশে অবস্থিত?
    উত্তর: ইরান।
  • চ. বেগম রোকেয়া সাখাওয়াতের 'পদ্মরাগ' কি ধরনের রচনা?
    উত্তর: উপন্যাস।
  • ছ. সূর্যে শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে?
    উত্তর: পারমাণবিক ফিউশন পদ্ধতিতে।
  • জ. উদ্যানপালন বিদ্যাকে এক শব্দে কি বলা হয়?
    উত্তর: হর্টিকালচার।
  • ঝ. ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কোন ব্যক্তি?
    উত্তর: সুবাদার ইসলাম খান।
  • ঞ. সুন্দরবনকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় কত সালে?
    উত্তর: ১৯৯৬ সালে।


আশা করি, এই পূর্ণাঙ্গ এবং বিস্তারিত সমাধানটি আপনাদের প্রস্তুতিতে সহায়ক হবে। সকলের ভবিষ্যতের জন্য শুভকামনা রইল!

এই ব্লগটি শেয়ার করুন: