ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?

ক) লর্ড বেন্টিঙ্ক
খ) লর্ড কার্জন
গ) লর্ড মাউন্টব্যাটেন
ঘ) লর্ড ওয়াভেল
বিস্তারিত ব্যাখ্যা:

লর্ড মাউন্টব্যাটেন (মেয়াদকাল ১৯৪৫ - ১৯৪৭) ভারতবর্ষকে ভেঙে ১৪ আগস্ট ১৯৪৭ পাকিস্তান এবং ১৫ আগস্ট ১৯৪৭ ভারত নামে দুটি রাষ্ট্র গঠন করেন। ভারতবর্ষের স্বাধীনতার পর তার ভাইসরয় উপাধি বিলুপ্ত হয়ে গভর্নর জেনারেল উপাধিতে রুপান্তরিত হয়। ফলে তিনি ভারতের শেষ ভাইসরয় ও প্রথম গভর্নর জেনারেলে পরিণত হন।

Related Questions

ক) আমারিকায়
খ) দক্ষিণ আফ্রিকায়
গ) জার্মানিতে
ঘ) ইংল্যান্ডে
Note :

দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বাফ্যালো (Buffalo) নদীর তীরবর্তী শহর East London । ইংল্যান্ডের স্যার হ্যারি স্মিথ ( Sir Harry Smith) এ নামকরণ করেন।

ক) ৩ টি
খ) ৫টি
গ) ৭ টি
ঘ) ৯ টি
Note :

বাংলাদেশের তিনটি পাহাড়ী জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান নিয়ে পার্বত্য চট্টগ্রাম গঠিত। উল্লেখ্য চট্টগ্রাম অঞ্চলের এই তিনটি জেলার অধিকাংশ অংশজুড়ে পাহাড় - পর্বত বিদ্যমান থাকায় এর নামকরণ হয়েছে পার্বত্য চট্টগ্রাম।

ক) জেনারেল আতাউল গনি ওসমানী
খ) শেখ মুজিবুর রাহমান
গ) তাজউদ্দীন আহমদ
ঘ) ক্যাপ্টেন মনসুর আলী
ক) ঢাকা
খ) গৌড়
গ) জাহাঙ্গীরনগর
ঘ) সোনারগাঁ
Note :

সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম ছিল সোনারগাঁও এবং গৌড়। 

সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল প্রথমে সোনারগাঁও (১৩৩৮ - ১৩৫২)। তারপর রাজধানী স্থানান্তর হয় গৌড়ে (১৪৫০ - ১৫৬৫)।

ক) ক্যাপ্টেন মনসুর আলী
খ) শেখ মুজিবুর রাহমান
গ) তাজউদ্দীন আহমদ
ঘ) সৈয়দ নজরুল ইসলাম
ক) শ্রীলংকা
খ) মায়ানমার
গ) রাশিয়া
ঘ) ভূটান

জব সলুশন

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন