চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় , তার কারণ কি ?
ক) আলোর বিচ্ছুরণ
খ) বায়ুমন্ডলীয় প্রতিসরণ
গ) অপবর্তন
ঘ) দৃষ্টিভ্রম
বিস্তারিত ব্যাখ্যা:
চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায়, তার কারণ হলো বায়ুমন্ডলীয় প্রতিসরণ।
বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে চাঁদ দিগন্তের কাছে বড় দেখায়। কেননা এই বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে আলোকরশ্মি দিক পরিবর্তন করে। তার ফলে চাঁদ বড় দেখায়। অন্যদিকে আলোর বিচ্ছুরণ, অপবর্তন, দৃষ্টি বিভ্রম এর সাথে প্রাসঙ্গিক নয়।
Related Questions
ক) আইসোটোপ
খ) আইসোমার
গ) আইসোবার
ঘ) আইসোটোন
ক) ইসলামাবাদ
খ) কাঠমুন্ডু
গ) দিল্লি
ঘ) ঢাকা
Note :
সার্কের সচিবালয় কাঠমুণ্ডু অবস্থিত।
সার্ক সচিবালয় জানুয়ারী ১৭, ১৯৮৭ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রতিষ্ঠিত হয় এবং নেপালের প্রথিতযশা রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব এটি উদ্বোধন করেন।
জব সলুশন