পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?

ক) 9
খ) 12
গ) 14
ঘ) 15
বিস্তারিত ব্যাখ্যা:
ধরা যাক, পরপর তিনটি সংখ্যা x, x+1, x+2। প্রশ্নমতে, x(x+1)(x+2) = 120। আমরা ছোট সংখ্যা দিয়ে পরীক্ষা করে দেখতে পারি, ৪ × ৫ × ৬ = ১২০। সুতরাং, সংখ্যা তিনটি হলো ৪, ৫ এবং ৬। তাদের যোগফল = ৪ + ৫ + ৬ = ১৫।

Related Questions

ক) Compound Natural Gas
খ) Coated Natural Gas
গ) Compressed Natural Gas
ঘ) Common Natural Gas
Note : CNG-এর পূর্ণরূপ হলো Compressed Natural Gas (সংকুচিত প্রাকৃতিক গ্যাস)। এটি প্রাকৃতিক গ্যাসকে উচ্চ চাপে সংকুচিত করে তৈরি করা হয় এবং যানবাহন ও অন্যান্য ক্ষেত্রে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।
ক) ১২০৪ খ্রিঃ
খ) ১২০৫ খ্রিঃ
গ) ১২০৬ খ্রিঃ
ঘ) ১২০৮ খ্রিঃ
Note : তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি ১২০৪ খ্রিস্টাব্দে বাংলার রাজা লক্ষ্মণ সেনকে পরাজিত করে নদীয়া (बंग) জয় করেন।
ক) ১২০৬ খ্রিঃ
খ) ১৩১০ খ্রিঃ
গ) ১৫২৬ খ্রিঃ
ঘ) ১৬১০ খ্রিঃ
Note : মুঘল সুবাদার ইসলাম খান চিশতী ১৬১০ সালে রাজমহল থেকে বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তর করেন এবং এর নাম রাখেন জাহাঙ্গীরনগর। এটিই ঢাকায় প্রথম প্রাতিষ্ঠানিক রাজধানী স্থাপন।
ক) অস্ট্রিয়া
খ) সার্বিয়া
গ) পোল্যান্ড
ঘ) রাশিয়া
Note : ১৯৩৯ সালের ১লা সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হিসেবে গণ্য করা হয়। এই ঘটনার পরই ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
ক) পাউন্ড
খ) ডলার
গ) ক্রোনা
ঘ) পেসো
Note : সুইডেনের মুদ্রার নাম 'ক্রোনা' (Swedish Krona)।
ক) 1904
খ) 1924
গ) 1914
ঘ) 1905
Note : FIFA (Fédération Internationale de Football Association) বা আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ১৯০৪ সালের ২১শে মে ফ্রান্সের প্যারিসে প্রতিষ্ঠিত হয়।

জব সলুশন

সমন্বিত ৬ ব্যাংক - অফিসার (ক্যাশ) (31-01-2026)

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-01-2026)

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - টেকনিশিয়ান হেলপার (17-01-2026)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন