ফররুখ আহমদের 'সাত সাগরের মাঝি' কত সালে প্রকাশিত হয়?

ক) 1905
খ) 1940
গ) 1944
ঘ) 1955
বিস্তারিত ব্যাখ্যা:

'সাত সাগরের মাঝি' তাঁর অন্যতম শ্রেষ্ঠ রচনা, যা ১৯৪৪ সালে প্রকাশিত হয়। এই কাব্যের মাধ্যমে তিনি মুসলিম ঐতিহ্য ও জাগরণের কথা বলেছেন।

Related Questions

ক) 4
খ) 8
গ) 16
ঘ) 2
Note : log₂16 এর মান বের করতে হলে দেখতে হবে ২-এর উপর কত পাওয়ার দিলে ১৬ হয়। আমরা জানি, 2⁴ = 2×2×2×2 = 16। সুতরাং, log₂16 = 4।
ক) ১৫৬ বর্গফুট
খ) ১২৮ বর্গফুট
গ) ১৬৪ বর্গফুট
ঘ) ২১৮ বর্গফুট
Note : বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = বাহু × √২ = ৮√২ ফুট। কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের বাহু হবে ৮√২ ফুট। সুতরাং, ঐ নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহু)² = (৮√২)² = ৬৪ × ২ = ১২৮ বর্গফুট।
ক) ৬ মিটার
খ) ১০ মিটার
গ) ১৮ মিটার
ঘ) ১২ মিটার
Note : ধরি, প্রস্থ = x মিটার, তাহলে দৈর্ঘ্য = (x+4) মিটার। পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) = ২(x+4 + x) = ২(2x+4) = 4x+8। প্রশ্নমতে, 4x+8 = ৩২, বা 4x = ২৪, বা x = ৬ মিটার (প্রস্থ)। সুতরাং, দৈর্ঘ্য = x+4 = ৬+৪ = ১০ মিটার।
ক) abcd
খ) abcd+1
গ) abcd-11
ঘ) None
Note :

4 টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ।
উদাহরণ ,
প্রথম 4 টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল
=1⨯ 2⨯ 3⨯ 4 এর সাথে 1 যোগ করে পাই,
=24+1=25=5 যা পূর্ণ বর্গ সংখ্যা ।

অতএব ,abcd+1 একটি পূর্ণবর্গ সংখ্যা ।

ক) (a+5b)(2a-3b)
খ) (a-5b)(2a+3b)
গ) (a-5b)(2a-3b)
ঘ) (a-5b)(a+5b)
Note : এটি মিডল-টার্ম পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। 2a² + 7ab - 15b² = 2a² + 10ab - 3ab - 15b² = 2a(a + 5b) - 3b(a + 5b) = (a + 5b)(2a - 3b)।
ক) ২ কিমি
খ) ৩ কিমি
গ) ৪ কিমি
ঘ) ৬ কিমি
Note : স্থির পানিতে নৌকার বেগ = (স্রোতের অনুকূলে বেগ + স্রোতের প্রতিকূলে বেগ) / ২। এখানে, নৌকার বেগ = (৮ + ৪) / ২ = ১২ / ২ = ৬ কি.মি./ঘন্টা।

জব সলুশন

সমন্বিত ৬ ব্যাংক - অফিসার (ক্যাশ) (31-01-2026)

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-01-2026)

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - টেকনিশিয়ান হেলপার (17-01-2026)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন