বাংলাদেশের কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়?

ক) লুসাই পাহাড়
খ) সিকিমের পার্বত্য অঞ্চল
গ) তিব্বতের মানস সরোবর
ঘ) নাগা মনিপুর অঞ্চলের বরাক নদী
বিস্তারিত ব্যাখ্যা:

কর্ণফুলী নদী ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে রাঙামাটি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং চট্টগ্রামের কাছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এটি চট্টগ্রাম বন্দরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Related Questions

ক) ইংরেজ শাসন থেকে স্বাধীনতা প্রাপ্ত দেশসমূহ
খ) তেল উৎপাদনকারী দেশসমূহ
গ) এশিয়া ও ইউরোপের দেশসমূহ
ঘ) স্বল্প উন্নত দেশসমূহ
Note :

কমনওয়েলথ অব নেশনস হলো মূলত সেইসব দেশের একটি সংগঠন যারা অতীতে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল এবং পরবর্তীতে স্বাধীনতা লাভ করেছে। সদস্যপদ লাভের জন্য এটিই প্রধান ঐতিহাসিক যোগসূত্র।

ক) তিসি
খ) মালি
গ) লাউ
ঘ) মেয়ে
Note :

যে স্বরধ্বনিতে দুটি স্বর একত্রে উচ্চারিত হয়, তাকে দ্বিস্বরধ্বনি বলে। 'লাউ' (আ+উ) এবং 'মেয়ে' (এ+এ) শব্দ দুটিতে দ্বিস্বরধ্বনি রয়েছে। তবে অপশনগুলোর মধ্যে 'লাউ' (আ+উ) একটি স্পষ্ট দ্বিস্বরধ্বনির উদাহরণ।

ক) ইউনিসেফ
খ) ইউনেস্কো
গ) ইউএন
ঘ) এডিবি
Note :

১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো (UNESCO - জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা) বাংলাদেশের ২১শে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে।

ক) By whom the work was done?
খ) Whom had the work done by?
গ) By whom was the work done?
ঘ) Who was the work done?
Note :

Who' দিয়ে শুরু হওয়া Interrogative Sentence-কে Passive করার নিয়ম হলো: By whom + auxiliary verb + subject + past participle of main verb + ?। এই নিয়ম অনুযায়ী সঠিক উত্তর 'By whom was the work done?'।

ক) Ode to the West Wind
খ) Ode on a Grecian urn
গ) Tintern Abbey
ঘ) The ancient Mariner
Note :

'Ode on a Grecian urn' হলো জন কিটসের লেখা বিখ্যাত কবিতাগুলোর মধ্যে একটি। 'Ode to the West Wind' লিখেছেন শেলী, 'Tintern Abbey' লিখেছেন ওয়ার্ডসওয়ার্থ এবং 'The ancient Mariner' লিখেছেন কোলরিজ।

ক) ইউরোপীয় ইউনিয়ন
খ) এশীয় উন্নয়ন ব্যাংক
গ) বিশ্বব্যাংক
ঘ) উপরের সবগুলো
Note :

বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এবং ইউরোপীয় ইউনিয়ন (EU)—এই তিনটি সংস্থাই বিভিন্ন দেশের উন্নয়নমূলক প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা বা ঋণ প্রদান করে থাকে। তাই সঠিক উত্তর 'উপরের সবগুলো'।

জব সলুশন

সমন্বিত ৬ ব্যাংক - অফিসার (ক্যাশ) (31-01-2026)

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-01-2026)

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - টেকনিশিয়ান হেলপার (17-01-2026)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন