কোন রাষ্ট্রের আইনসভা দ্বি-কক্ষ বিশিষ্ট?
যুক্তরাষ্ট্র (কংগ্রেস: সিনেট ও হাউজ), ভারত (পার্লামেন্ট: রাজ্যসভা ও লোকসভা) এবং যুক্তরাজ্য (পার্লামেন্ট: হাউজ অফ লর্ডস ও হাউজ অফ কমন্স) – এই তিনটি দেশের আইনসভাই দ্বি-কক্ষ বিশিষ্ট। তাই সঠিক উত্তর 'উপরের সবগুলো'।
Related Questions
এখানে ইংরেজি বর্ণমালার অবস্থান অনুযায়ী মান বসানো হয়েছে। P = 16 (সঠিক)। TAP = 20 (T) + 1 (A) + 16 (P) = 37। একইভাবে, CUP = 3 (C) + 21 (U) + 16 (P) = 40।
১৪৯৮ সালে পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা প্রথম ইউরোপ থেকে আফ্রিকা মহাদেশের দক্ষিণ প্রান্ত ঘুরে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন, যা বিশ্ব বাণিজ্যের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা।
ক্রিয়াপদের যে অবিভাজ্য মূল অংশ, যা দিয়ে একটি কাজের ভাব প্রকাশ পায়, তাকে 'ধাতু' বলে। যেমন - 'করছে' ক্রিয়ার মূল অংশ বা ধাতু হলো 'কর্'।
UNHCR (United Nations High Commissioner for Refugees) বা জাতিসংঘ শরণার্থী সংস্থা হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা বিশ্বজুড়ে শরণার্থী এবং বাস্তুচ্যুতদের সুরক্ষা ও সহায়তার জন্য কাজ করে। রোহিঙ্গা সংকট নিরসনে এই সংস্থাটিই প্রধান ভূমিকা পালন করছে।
√(4/9) এর মান হলো 2/3। যে সংখ্যাকে দুটি পূর্ণসংখ্যার অনুপাত (p/q) আকারে প্রকাশ করা যায়, তাকে মূলদ সংখ্যা (Rational Number) বলে। যেহেতু 2/3 একটি মূলদ সংখ্যা, তাই উত্তর 'মূলদ সংখ্যা'।
'Do or die' বাক্যটি 'or' (একটি coordinating conjunction) দ্বারা দুটি স্বাধীন clause ('Do' এবং 'die')-কে যুক্ত করেছে। দুটি স্বাধীন clause-কে coordinating conjunction দ্বারা যুক্ত করলে তাকে Compound Sentence বলে।
জব সলুশন