আন্তর্জাতিক রেড ক্রস-এর সদর দপ্তর :
ক) ভিয়েনা
খ) জেনেভা
গ) প্যারিস
ঘ) লন্ডন
বিস্তারিত ব্যাখ্যা:
আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের সাথে সম্পর্কিত বিভিন্ন সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত।
Related Questions
ক) Magnetic Ink Character Reader
খ) Magnetic Ink Code
গ) Magnetic Ink Case Reader
ঘ) কোনোটিই নয়
Note : MICR এর পূর্ণরূপ হলো Magnetic Ink Character Reader। এটি একটি প্রযুক্তি যা ব্যাংক চেকে ব্যবহৃত বিশেষ চৌম্বকীয় কালিতে লেখা অক্ষর ও সংখ্যা দ্রুত এবং নির্ভুলভাবে পড়তে পারে।
ক) 137
খ) 138
গ) 147
ঘ) 150
Note : বাংলাদেশ সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদ অনুযায়ী একটি সরকারি কর্ম কমিশন (Public Service Commission) গঠনের বিধান রয়েছে। এই কমিশন প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের জন্য উপযুক্ত ব্যক্তি বাছাইয়ের দায়িত্ব পালন করে।
ক) সপ্তম
খ) নবম
গ) একাদশ
ঘ) ত্রয়োদশ
Note : ১৯৯৪ সালের জাতিসংঘের জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের নবম বৃহত্তম দেশ ছিল। বর্তমানে এই অবস্থান পরিবর্তিত হয়েছে।
ক) 1212
খ) 1200
গ) 1204
ঘ) 1211
Note : তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজী ১২০৪ খ্রিস্টাব্দে তৎকালীন বাংলার রাজা লক্ষণ সেনকে পরাজিত করে নদীয়া দখলের মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন।
ক) ২৬ জুন
খ) ১ আগস্ট
গ) ১ মে
ঘ) ১০ ডিসেম্বর
Note : ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। এই দিনটিকে স্মরণ করে প্রতি বছর ১০ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়।
ক) নাফ
খ) তেতুলিয়া
গ) আড়িয়াল খাঁ
ঘ) হাড়িয়াভাঙ্গা
Note : দক্ষিণ তালপট্টি দ্বীপটি বাংলাদেশ-ভারত সীমান্তের হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত ছিল। বর্তমানে এই দ্বীপটি সমুদ্রের জলস্তরের নিচে বিলীন হয়ে গেছে।
জব সলুশন