বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?
ক) কর্নওয়ালিস
খ) ক্লাইভ
গ) জন মেয়ার
ঘ) ওয়ারেন হেস্টিংস
বিস্তারিত ব্যাখ্যা:
গভর্নর-জেনারেল লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে 'চিরস্থায়ী বন্দোবস্ত' (Permanent Settlement) নামক ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন। এর মাধ্যমে জমিদারদেরকে জমির স্থায়ী মালিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
Related Questions
ক) কর্ণওয়ালিশ
খ) ওয়েলেসলি
গ) ডালহৌসি
ঘ) ক্লাইভ
Note : গভর্নর-জেনারেল লর্ড ডালহৌসি (১৮৪৮-১৮৫৬) 'স্বত্ববিলোপ নীতি' (Doctrine of Lapse) প্রবর্তন করেন। এই নীতি অনুসারে, কোনো ব্রিটিশ আশ্রিত রাজ্যের রাজার পুত্র সন্তান না থাকলে সেই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে যেত।
ক) কর্ণওয়ালিশ
খ) লর্ড ওয়েলেসলি
গ) লর্ড ওয়ারেন বাফেট
ঘ) লর্ড ক্লাইভ
Note : গভর্নর-জেনারেল লর্ড ওয়েলেসলি (১৭৯৮-১৮০৫) ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের জন্য 'অধীনতামূলক মিত্রতা নীতি' (Subsidiary Alliance) প্রবর্তন করেন। এই নীতির মাধ্যমে দেশীয় রাজ্যগুলোকে ব্রিটিশদের অধীনে আনা হতো।
ক) কুতুবুদ্দিন আইবেক
খ) শামসুদ্দিন ইলতুতমিশ
গ) গিয়াসউদ্দিন বলবন
ঘ) মুহম্মদ বিন তুঘলক
Note : সুলতানা রাজিয়া ছিলেন দিল্লীর মামলুক সালতানাতের শাসক শামসুদ্দিন ইলতুতমিশের কন্যা। ইলতুতমিশ তাঁর পুত্রদের অযোগ্য মনে করে কন্যা রাজিয়াকে তাঁর উত্তরাধিকারী মনোনীত করে যান।
ক) আশি
খ) একাশি
গ) ষাট
ঘ) চৌষট্টি
Note :
- বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদটি সুলতানি আমলে নির্মিত।
- খান জাহান আলী কর্তক মসজিদটি নির্মিত হয়।
- বাংলাদেশের প্রাচীন আমলের মসজিদগুলোর মধ্যে এটি বৃহত্তম।
- ‘ষাটগম্বুজ’ নাম হলেও এ মসজিদের গম্বুজসংখ্যা ৮১টি। ওপরে ৭৭টি এবং চারকোণে ৪টি।
ক) 1527
খ) 1523
গ) 1526
ঘ) 1524
Note : ১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর দিল্লীর সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এই যুদ্ধের ফলেই দিল্লীর সুলতানি শাসনের অবসান ঘটে।
ক) ১৯৫০ সালে
খ) ১৯৪৮ সালে
গ) ১৯৪৭ সালে
ঘ) ১৯৫৪ সালে
Note : এই আইনটি 'পূর্ব পাকিস্তান প্রজাস্বত্ব আইন, ১৯৫০' নামে পরিচিত। এই আইনের মাধ্যমে বাংলায় বহু পুরনো জমিদারি প্রথার বিলোপ সাধন করা হয় এবং রায়ত বা প্রজারা জমির মালিকানা লাভ করে।
জব সলুশন