নূরলদীনের সারাজীবন” কোন ধরনের সাহিত্যকর্ম?
ক) নৃত্যনাট্য
খ) কাব্যনাটক
গ) গীতিনাট্য
ঘ) উপন্যাস
বিস্তারিত ব্যাখ্যা:
সৈয়দ শামসুল হকের লেখা 'নূরলদীনের সারাজীবন' একটি বিখ্যাত কাব্যনাটক বা পদ্যে লেখা নাটক।"
Related Questions
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) বুদ্ধদেব বসু
গ) শামসুর রহমান
ঘ) মাইকেল মধুসূদন দত্ত
Note : মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তিনি 'পদ্মাবতী' নাটকে প্রথম এই ছন্দ ব্যবহার করেন এবং 'মেঘনাদবধ' কাব্যে এর সার্থক প্রয়োগ ঘটান।
ক) ময়নামতি
খ) পথের পাঁচালী
গ) গেরিলা
ঘ) নয়নমণি
Note : নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত 'গেরিলা' (২০১১) একটি প্রশংসিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। 'পথের পাঁচালী' বিভূতিভূষণের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র।
ক) গাছপাকা
খ) বিদ্যালয়
গ) সিংহাসন
ঘ) দিলদরিয়া
Note : সমাসবদ্ধ পদ হলো একাধিক পদের একপদীকরণ। গাছপাকা (গাছে পাকা) সিংহাসন (সিংহ চিহ্নিত আসন) এবং দিলদরিয়া (দিল দরিয়ার ন্যায়) সমাসবদ্ধ। কিন্তু 'বিদ্যালয়' (বিদ্যা+আলয়) সন্ধিবদ্ধ পদ।
ক) বিষের বাঁশি
খ) মানসী
গ) রাখালী
ঘ) চিত্রা
Note : রাখালী' (১৯২৭) তার রচিত একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। 'বিষের বাঁশি' নজরুলের এবং 'মানসী' ও 'চিত্রা' রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ।
ক) স+ধিন
খ) শ+অধিন
গ) স্ব+অধিন
ঘ) স্ব+অধীন
Note : স্ব' এর পরে 'অধীন' যুক্ত হলে সন্ধির নিয়ম 'স্ব+অধীন = স্বাধীন' হয়। এখানে 'স্ব' মানে নিজ এবং 'অধীন' মানে আয়ত্তে থাকা বোঝায়।"
ক) আব্দুল লতিফ
খ) গোবিন্দ হালদার
গ) গাফফার চৌধুরী
ঘ) গৌরী প্রসন্ন মজুমদার
Note : কালজয়ী এই গানটির গীতিকার হলেন সাংবাদিক ও লেখক আবদুল গাফফার চৌধুরী। এর প্রথম সুরকার আব্দুল লতিফ পরে আলতাফ মাহমুদ সুর করেন।
জব সলুশন