বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি?
ক) হালদা নদী
খ) চলন বিল
গ) পশুর নদী
ঘ) মেঘনা নদী
বিস্তারিত ব্যাখ্যা:
চট্টগ্রামের হালদা নদী বাংলাদেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং কার্প জাতীয় মাছের জন্য বিখ্যাত।
Related Questions
ক) স্যার এ. এফ. রহমান
খ) পি. জে. হার্টজ
গ) জগদীশ চন্দ্র বসু
ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ্
Note : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (Vice-Chancellor) ছিলেন স্যার ফিলিপ জোসেফ হার্টজ (Sir Philip Joseph Hartog)।
ক) কামরুল হাসান
খ) কাইয়ুম চৌধুরী
গ) জয়নুল আবেদীন
ঘ) মুর্তজা বশীর
Note : বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান রূপটির নকশা করেছেন পটুয়া কামরুল হাসান।
ক) ১০ জানুয়ারি ১৯৭২
খ) ১০ জুন ১৯৭২
গ) ১৬ ডিসেম্বর ১৯৭২
ঘ) ১৭ এপ্রিল ১৯৭২
Note : বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় এবং বিজয় দিবস অর্থাৎ ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে কার্যকর হয়।
ক) এফ আর রহমান
খ) মাজাহারুল ইসলাম
গ) লুই আই কান
ঘ) মৃণাল হক
Note : বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি হলেন প্রখ্যাত মার্কিন স্থপতি লুই আই কান (Louis I. Kahn)।
ক) মেহেরপুর
খ) চন্দ্রনাথ
গ) স্বরূপকাঠি
ঘ) বৈদ্যনাথ তলা
Note : এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কিত। ১৯৭১ সালে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার যেখানে গঠিত হয়েছিল সেই স্থানটির নাম ছিল মেহেরপুর জেলার ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলা। পরে এর নামকরণ করা হয় মুজিবনগর।
ক) জুন ২০১১
খ) জুলাই ২০১১
গ) জুন ২০১২
ঘ) জানুয়ারী ২০১৩
Note : অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থটি ২০১২ সালের জুন মাসে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) থেকে প্রথম প্রকাশিত হয়।
জব সলুশন