পঞ্চনদ” কোন সমাস
ক) দ্বন্দ্ব
খ) কর্মধারয়
গ) দ্বিগু
ঘ) অব্যয়ীভাব
বিস্তারিত ব্যাখ্যা:
পঞ্চনদ' শব্দটির ব্যাসবাক্য হলো 'পঞ্চ (পাঁচ) নদের সমাহার'। যে সমাসে পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে দ্বিগু সমাস বলে।
Related Questions
ক) ১৮৯৯-১৯৭৪
খ) ১৮৯৯-১৯৭৬
গ) ১৮৯৬-১৯৭৫
ঘ) ১৮৯৮-১৯৭৪
Note : বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনকাল সম্পর্কিত । তিনি ১৮৯৯ সালের ২৪ মে (১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ) জন্মগ্রহণ করেন এবং ১৯৭৬ সালের ২৯ আগস্ট (১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র) মৃত্যুবরণ করেন।
ক) ছোটগল্প
খ) আত্মকথন
গ) নাটক
ঘ) রম্য রচনা
Note : ছিন্নপত্র' বা 'ছিন্নপত্রাবলী' মূলত রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে লেখা কিছু ব্যক্তিগত পত্রের সংকলন। এতে তার ব্যক্তিগত অনুভূতি ও জীবনদর্শন ফুটে ওঠায় এটি আত্মকথন বা পত্রসাহিত্য শ্রেণীর রচনা।
ক) সমাচার দর্পণ
খ) প্রবাসী
গ) কালি কলম
ঘ) ধূমকেতু
Note : ধূমকেতু' ছিল নজরুলের সম্পাদনায় প্রকাশিত একটি অর্ধ-সাপ্তাহিক পত্রিকা যা ব্রিটিশবিরোধী মনোভাবের জন্য বিখ্যাত ছিল এবং এর জন্য তাকে কারাবরণও করতে হয়।
ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) মীর মশাররফ হোসেন
ঘ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
Note : কমলাকান্তের দপ্তর' সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি অনবদ্য ব্যঙ্গাত্মক প্রবন্ধ সংকলন যেখানে কমলাকান্ত নামক এক আফিমখোরের জবানিতে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।
ক) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) রামরাম বসু
গ) রামনারায়ণ তর্করত্ন
ঘ) রাজা রামমোহন রায়
Note : রাজা রামমোহন রায় ১৮৩৩ সালে ইংরেজিতে 'Bengali Grammar in English Language' রচনা করেন এবং পরে এর বাংলা সংস্করণ 'গৌড়ীয় ব্যাকরণ' প্রকাশ করেন যা বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ।
ক) এজিদ বধ
খ) মরুভাস্কর
গ) পদ্মাবতী
ঘ) অশ্রুমালা
Note : পদ্মাবতী' তার শ্রেষ্ঠ এবং অন্যতম বিখ্যাত কাব্য যা মালিক মুহম্মদ জায়সীর 'পদুমাবৎ' কাব্যের অনুবাদ।
জব সলুশন