সংবিধানের কোন অনুচ্ছেদে সংবাদপত্রে সবাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে?
ক) ৩৯(২) খ অনুচ্ছেদ
খ) ৩৯(১) অনুচ্ছেদ
গ) ৩৯(২) ক অনুচ্ছেদ
ঘ) ৩৯(১) ক অনুচ্ছেদ
বিস্তারিত ব্যাখ্যা:
সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদে চিন্তা, বিবেক ও বাক-স্বাধীনতার কথা বলা হয়েছে। এর উপ-অনুচ্ছেদ ৩৯(২)(খ)-তে বিশেষভাবে 'সংবাদক্ষেত্রের স্বাধীনতার' নিশ্চয়তা প্রদান করা হয়েছে।
Related Questions
ক) ১২৯তম
খ) ১৩৩তম
গ) ১৩১তম
ঘ) ১৪২তম
Note : UNDP কর্তৃক প্রকাশিত মানব উন্নয়ন প্রতিবেদন ২০২২/২৩ অনুযায়ী, বাংলাদেশের অবস্থান ১২৯তম। এই সূচকটি মূলত একটি দেশের মানুষের আয়, শিক্ষা ও গড় আয়ুর ওপর ভিত্তি করে তৈরি করা হয়।
ক) GMT -6 hours
খ) GMT + 6 hours
গ) GMT - 8 hours
ঘ) GMT + 8 hours
Note : বাংলাদেশের প্রমাণ সময় গ্রিনিচ মান সময় (Greenwich Mean Time - GMT) থেকে ৬ ঘন্টা অগ্রবর্তী। তাই একে GMT+6 হিসেবে প্রকাশ করা হয়।
ক) ১৯৭৮ সালে
খ) ১৯৭১ সালে
গ) ১৯৭২ সালে
ঘ) ১৯৭৩ সালে
Note : বাংলাদেশ বিমান ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে অভ্যন্তরীণ ফ্লাইট দিয়ে যাত্রা শুরু করে এবং ১৯৭৩ সালে ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে এর আন্তর্জাতিক যাত্রা শুরু হয়।
ক) ১৯৭২ সালের ৫ ফেব্রুয়ারি
খ) ১৯৭২ সালের ১০ মে
গ) ১৯৭২ সালের ১৭ অক্টোবর
ঘ) ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
Note : বাংলাদেশ ১৯৭২ সালের ১০ই মে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এবং বিশ্বব্যাংক গ্রুপের সদস্যপদ লাভ করে।
ক) 1973
খ) 1974
গ) 1975
ঘ) 1976
Note : ১৯৭৪ সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা (OIC)-এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে বাংলাদেশ এই সংস্থার সদস্যপদ লাভ করে।
ক) 1999
খ) 2000
গ) 2001
ঘ) 2002
Note : CTBT (Comprehensive Nuclear-Test-Ban Treaty) বা পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি বাংলাদেশ ২০০০ সালের ৮ মার্চ অনুমোদন করে। বাংলাদেশ এই চুক্তি অনুমোদনকারী প্রথম দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে অন্যতম।
জব সলুশন