সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী কোনো পক্ষ নিজের সাক্ষীকে জেরা করতে পারে?
ক) ১৫২ ধারা
খ) ১৫৩ ধারা
গ) ১৫৪ ধারা
ঘ) ১৫৫ ধারা
বিস্তারিত ব্যাখ্যা:
সাধারণত, যে পক্ষ সাক্ষীকে ডাকে সে তার জেরা (cross-examination) করতে পারে না। কিন্তু সাক্ষী বিরূপ বা বৈরীভাবাপন্ন (hostile) হলে, আদালতের অনুমতি সাপেক্ষে সাক্ষ্য আইনের ১৫৪ ধারা অনুযায়ী নিজ পক্ষও তাকে জেরা করতে পারে।
Related Questions
ক) ৩ টি
খ) ৪টি
গ) ৫টি
ঘ) ২টি
Note : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারি মনোগ্রামের কেন্দ্রে রয়েছে একটি শাপলা ফুল, যাকে ঘিরে আছে দুটি ধানের শীষ। এর চূড়ায় রয়েছে পাটগাছের তিনটি পাতা এবং তার দু'পাশে দুটি করে মোট চারটি তারকা।
ক) প্রধানমন্ত্রীর ন্যায়
খ) আইনমন্ত্রীর ন্যায়
গ) সংসদ সদস্যের ন্যায়
ঘ) সুপ্রিম কোর্টের বিচারকের ন্যায়
Note : বাংলাদেশের সংবিধানে ন্যায়পাল পদের বিধান থাকলেও এটি এখনও প্রতিষ্ঠা করা হয়নি। সংবিধান অনুযায়ী, ন্যায়পালকে সুপ্রিম কোর্টের একজন বিচারকের সমান ক্ষমতা ও মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে।
ক) প্রাচীন
খ) স্বৈরাচারী
গ) প্রহসনমূলক
ঘ) প্রতিনিধিত্বমূলক
Note : আধুনিক গণতন্ত্র মূলত একটি প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা, যেখানে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে পরোক্ষভাবে শাসনকার্যে অংশগ্রহণ করে। নির্বাচিত প্রতিনিধিরা জনগণের পক্ষে আইন প্রণয়ন ও সরকার পরিচালনা করেন।
ক) জয়নুল আবেদিন
খ) কামরুল হাসান
গ) হাসেম খান
ঘ) কাইয়ুম চৌধুরী
Note : বাংলাদেশের মূল সংবিধানটির নকশা ও অলঙ্করণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। তার নেতৃত্বে একদল শিল্পী এই কাজটি সম্পন্ন করেন।
ক) 26
খ) 27
গ) 31
ঘ) 35
Note : সংবিধানের তৃতীয় ভাগের ২৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে: 'সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।' এটি আইনের শাসন নীতির একটি মূল ভিত্তি।
ক) ১১৮ নং
খ) ১২৮ নং
গ) ১০৮ নং
ঘ) ১৩১ নং
Note : বাংলাদেশ সংবিধানের একাদশ ভাগের ১১৮ নং অনুচ্ছেদে একটি স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, যার উপর জাতীয় ও স্থানীয় পর্যায়ের সকল নির্বাচন পরিচালনার দায়িত্ব অর্পিত।
জব সলুশন