মহাভারতের প্রথম অনুবাদক কে ছিলেন?
ক) শ্রীকর নন্দী
খ) মাগন ঠাকুর
গ) কবীন্দ্র পরমেশ্বর
ঘ) মালাধর বসু
বিস্তারিত ব্যাখ্যা:
চট্টগ্রামের শাসক পরাগল খাঁর আদেশে কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের প্রথম বাংলা অনুবাদ করেন, যা 'পরাগলী মহাভারত' নামে পরিচিত। মালাধর বসু ভাগবতের অনুবাদক এবং শ্রীকর নন্দী মহাভারতের অশ্বমেধ পর্বের অনুবাদক, যিনি কবীন্দ্রের পরবর্তী।
Related Questions
ক) ঘাটের কথা
খ) শেষ কথা
গ) শেষের কবিতা
ঘ) শেষ লেখা
Note : শেষের কবিতা' একটি বিখ্যাত উপন্যাস। অন্যদিকে 'ঘাটের কথা' ও 'শেষ কথা' হলো ছোটগল্প এবং 'শেষ লেখা' তাঁর সর্বশেষ কাব্যগ্রন্থ। তাই সঠিক উত্তর 'শেষের কবিতা'।
ক) উত্তরা, নীলফামারিতে
খ) মেঘনা, মুন্সিগঞ্জ
গ) আদমজী, নারায়নগঞ্জ
ঘ) ঈশ্বরদী, পাবনা
ক) 1974
খ) 1975
গ) 1976
ঘ) 1977
Note : বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থাকে পুনর্গঠন করার জন্য ১৯৭৬ সালে 'স্থানীয় শাসন অধ্যাদেশ' (Local Government Ordinance) জারি করা হয়, যা পরবর্তীতে বিভিন্ন সময়ে সংশোধিত হয়েছে।
ক) ফেডারেল সরকার
খ) লিবারেল সরকার
গ) মন্ত্রিপরিষদ শাসিত
ঘ) রাষ্ট্রপতি শাসিত
Note : বাংলাদেশের সরকার ব্যবস্থা হলো সংসদীয় গণতন্ত্র বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা। এখানে সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী এবং তিনি ও তার মন্ত্রিসভা সংসদের কাছে দায়বদ্ধ থাকেন।
ক) PPP
খ) GGG
গ) P3
ঘ) সবগুলো
Note : সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে কোনো প্রকল্প বা ব্যবসা পরিচালনার মডেলকে ইংরেজিতে Public-Private Partnership বলা হয়, যার সংক্ষিপ্ত রূপ হলো PPP।
ক) স্বাস্থ্য
খ) বিচার
গ) শিক্ষা
ঘ) প্রশাসন
Note : UCEP (Underprivileged Children's Educational Programs) বাংলাদেশ সুবিধাবঞ্চিত এবং ঝরে পড়া শিশুদের কারিগরি ও সাধারণ শিক্ষা নিয়ে কাজ করে। সুতরাং, এটি শিক্ষার সাথে জড়িত।
জব সলুশন