বাংলা ভাষার সার্থক মহাকাব্য কোনটি?

ক) মেঘনাদবধ কাব্য
খ) বৃত্রসংহার
গ) কুরুক্ষেত্র
ঘ) মহাশ্মশান
বিস্তারিত ব্যাখ্যা:
মাইকেল মধুসূদন দত্ত রচিত 'মেঘনাদবধ কাব্য' (১৮৬১) বাংলা সাহিত্যের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ সার্থক মহাকাব্য হিসেবে স্বীকৃত। এটি পৌরাণিক কাহিনি অবলম্বনে আধুনিক মানবিক দৃষ্টিকোণ থেকে রচিত।

Related Questions

ক) বর্মী
খ) মালয়
গ) চীনা
ঘ) তুর্কি
Note : লুঙ্গি' শব্দটি বর্মী (বর্তমান মিয়ানমার) ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে। এটি একটি বহুল ব্যবহৃত বিদেশি শব্দ।
ক) মুহম্মদ শহীদুল্লাহ
খ) মোহাম্মদ নাসিরউদ্দীন
গ) এস. ওয়াজেদ আলি
ঘ) মোহাম্মদ লুৎফর রহমান
Note : সওগাত' একটি বিখ্যাত সাহিত্য পত্রিকা, যার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসিরউদ্দীন। তিনি নারী জাগরণ ও নতুন লেখকদের উৎসাহদানে পত্রিকাটিকে ব্যবহার করেন।
ক) মৃত্যুক্ষুধা
খ) চোখের বালি
গ) যোগাযোগ
ঘ) আলালের ঘরের দুলাল
Note : ঠকচাচা' প্যারীচাঁদ মিত্রের লেখা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস 'আলালের ঘরের দুলাল' (১৮৫৮)-এর একটি বিখ্যাত ও ধূর্ত চরিত্র।
ক) গিন্নি
খ) চাঁদ
গ) বৃক্ষ
ঘ) ডিঙা
Note : 'ডিঙা' (ছোট নৌকা) শব্দটি বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা থেকে আগত একটি দেশি শব্দ। 'গিন্নি' অর্ধ-তৎসম শব্দ (গৃহিণী থেকে), 'চাঁদ' তদ্ভব শব্দ (চন্দ্র থেকে) এবং 'বৃক্ষ' তৎসম শব্দ।
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
Note : প্রশ্নটি বাংলা ব্যাকরণের শব্দতত্ত্ব অংশের অন্তর্গত। অর্থ অনুসারে বাংলা শব্দকে তিন ভাগে ভাগ করা হয়: ১. যৌগিক শব্দ, ২. রূঢ় বা রূঢ়ি শব্দ এবং ৩. যোগরূঢ় শব্দ। তাই সঠিক উত্তর ৩টি।
ক) কমেডি
খ) প্রহসন
গ) ট্র্যাজিডি
ঘ) মেলোড্রামা
Note : একেই কি বলে সভ্যতা' (১৮৬০) একটি সামাজিক প্রহসন। এতে তৎকালীন ইংরেজি শিক্ষিত নব্য-বাবু সমাজের অসংলগ্ন ও উচ্ছৃঙ্খল আচরণকে ব্যঙ্গ করা হয়েছে।

জব সলুশন

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - টেকনিশিয়ান হেলপার (17-01-2026)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন