বিশ্ব রেডক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস---
ক) ৮ মে
খ) ১ মে
গ) ১৭ মে
ঘ) ৩১ মে
বিস্তারিত ব্যাখ্যা:
প্রতি বছর ৮ই মে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়। এই দিনটি রেডক্রসের প্রতিষ্ঠাতা জঁ অঁরি দ্যুনঁ (Jean-Henri Dunant)-এর জন্মদিন।
Related Questions
ক) পাহাড়ি ভূমি
খ) সমতল ভূমি
গ) জলাভূমি
ঘ) কৃষিভূমি
Note : জলাভূমি (Wetlands) অত্যন্ত উৎপাদনশীল বাস্তুতন্ত্র এবং এখানে জলজ ও স্থলজ উভয় প্রকারের জীবের সমাগম ঘটে। তাই জলাভূমি অঞ্চলে জীববৈচিত্র্যের সূচক বা High Diversity Index থাকে।
ক) Trust, Norms, Network
খ) Network
গ) Trust, Norms
ঘ) Trust
Note : Social Capital বা সামাজিক পুঁজি বলতে সমাজের সদস্যদের মধ্যে বিদ্যমান পারস্পরিক বিশ্বাস (Trust), সামাজিক নিয়মকানুন (Norms), এবং যোগাযোগ বা সম্পর্কের জালকে (Network) বোঝায়, যা সম্মিলিতভাবে সমাজের উন্নতিতে সহায়তা করে।
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) হাছন রাজা
ঘ) লালন ফকির
Note : বাউল সাধক লালন ফকিরের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। কাজী নজরুল ইসলাম দশম শ্রেণি পর্যন্ত, রবীন্দ্রনাথ ঠাকুর প্রাতিষ্ঠানিক শিক্ষায় অনুত্তীর্ণ হলেও স্বশিক্ষিত ছিলেন এবং হাছন রাজা জমিদার পরিবারের সন্তান হিসেবে শিক্ষা লাভ করেন।
ক) দার্শনিক
খ) বৈজ্ঞানিক
গ) কবি
ঘ) সাহিত্যিক
Note : আরজ আলী মাতুব্বর ছিলেন একজন স্বশিক্ষিত, যুক্তিবাদী এবং মানবতাবাদী দার্শনিক ও চিন্তাবিদ। তিনি প্রচলিত বিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে প্রশ্ন তুলে তার লেখনীর মাধ্যমে পরিচিতি লাভ করেন।
ক) চাকমা
খ) মারমা
গ) তঞ্চঙ্গা
ঘ) সাঁওতাল
Note : জনসংখ্যার দিক থেকে পার্বত্য চট্টগ্রামে চাকমা নৃগোষ্ঠী প্রথম এবং মারমা নৃগোষ্ঠী দ্বিতীয় বৃহত্তম। তাই সঠিক উত্তর মারমা।
ক) দক্ষিণ এশিয়া
খ) দক্ষিণ-পূর্ব এশিয়া
গ) পূর্ব এশিয়া
ঘ) মধ্য এশিয়া
Note : ভৌগোলিকভাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়া অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলের অন্যান্য দেশগুলো হলো ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তান।
জব সলুশন