তোমার সামনে চারটি দরজা আছে, কোন দরজা দিয়ে তুমি নিরাপদে বের হবে?

ক) এক দরজার সামনে প্রচন্ড আগুন জ্বলছে
খ) ”এক দরজার সামনে ১০ জন ডাকাত আগ্নেয়াস্ত্র হাতে দাঁড়িয়ে আছে”
গ) এক দররজায় তিন মাসের একটি ক্ষুধার্ত বাঘ আছে
ঘ) ”সাগর, যেখানে কুমীর আছে”
বিস্তারিত ব্যাখ্যা:
তিন মাস ধরে ক্ষুধার্ত বাঘ বেঁচে থাকতে পারে না, অর্থাৎ বাঘটি ইতোমধ্যে মারা গেছে। তাই সেই দরজাটিই সবচেয়ে নিরাপদ।

Related Questions

ক) শীলা
খ) জমানো বরফ
গ) ঘনীভূত মেঘ
ঘ) ”চাপে কার্বন ডাই-অক্সাইডের কঠিন অবস্থা”
Note : Dry Ice বা শুষ্ক বরফ হলো কঠিন কার্বন ডাই-অক্সাইড (CO₂)। সাধারণ চাপে এটি তরল না হয়ে সরাসরি গ্যাস (বাষ্প) হয়ে যায়, এই প্রক্রিয়াকে ঊর্ধপাতন (sublimation) বলে।
ক) মাটি, পানি
খ) ”মাটি, পানি, আগুন”
গ) বাতাস, আগুন
ঘ) ইথার
Note : অ্যারিস্টটলের দর্শন অনুযায়ী, মহাবিশ্ব দুটি অংশে বিভক্ত: Sub-lunar (চাঁদের নিচের জগৎ) এবং Super-lunar (চাঁদের উপরের জগৎ)। Super-lunar region বা স্বর্গীয় জগৎ 'ইথার' নামক একটি অপরিবর্তনশীল পঞ্চম উপাদান দিয়ে তৈরি বলে মনে করা হতো।
ক) 2005
খ) 2007
গ) 2008
ঘ) 2006
Note : আফগানিস্তান ২০০৭ সালে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক (SAARC)-এর অষ্টম সদস্য হিসেবে যোগদান করে।
ক) দুর্ভিক্ষ ও দারিদ্র্য
খ) উন্নয়নের গতিধারা
গ) মাইক্রোক্রেডিট
ঘ) বৈদেশিক সাহায্য
Note : ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন কল্যাণ অর্থনীতি (Welfare Economics), বিশেষ করে দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, এবং দারিদ্র্যের অন্তর্নিহিত কারণ বিষয়ে গবেষণার জন্য ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
ক) সাধারণ পরিষদের
খ) স্থায়ী সদস্যদের
গ) নিরাপত্তা পরিষদের
ঘ) ইউএস প্রেসিডেন্টের
Note : জাতিসংঘের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদ দ্বারা নির্বাচিত হন। নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য দেশের ভেটো দেওয়ার ক্ষমতা থাকায় তাদের সমর্থন আবশ্যক।
ক) ইয়োনহ্যান
খ) কে. সি.এন.এ
গ) ফার্ম
ঘ) তাস
Note : উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার নাম হলো কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ (KCNA)। ইয়োনহ্যাপ দক্ষিণ কোরিয়ার এবং তাস রাশিয়ার বার্তা সংস্থা।

জব সলুশন

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - টেকনিশিয়ান হেলপার (17-01-2026)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন