কোনটি ইংরেজী শব্দ?

ক) ম্যাজেন্টা
খ) পিস্তল
গ) আলমারি
ঘ) টেবিল
বিস্তারিত ব্যাখ্যা:
'টেবিল' (Table) শব্দটি সরাসরি ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে। 'আলমারি' পর্তুগিজ শব্দ, 'পিস্তল' ফরাসি শব্দ এবং 'ম্যাজেন্টা' ইতালীয় শব্দ। বাংলা ভাষায় বহু বিদেশি শব্দ গৃহীত হয়েছে, যা শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করেছে।

Related Questions

ক) কলাপী
খ) নীরধি
গ) বিটপী
ঘ) অবনি
Note : 'বিটপী' শব্দটি 'বৃক্ষ' বা গাছের একটি সমার্থক শব্দ। অন্য অপশনগুলোর অর্থ ভিন্ন: 'কলাপী' অর্থ ময়ূর, 'নীরধি' অর্থ সমুদ্র এবং 'অবনি' অর্থ পৃথিবী। সমার্থক শব্দ বাংলা শব্দভাণ্ডারের একটি গুরুত্বপূর্ণ অংশ।
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) জসীমউদ্দীন
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
Note : 'লাঙ্গল' ছিল 'শ্রমিক-প্রজা-স্বরাজ-সম্প্রদায়ে'র মুখপত্র। এই পত্রিকাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সম্পাদনায় ১৯২৫ সালে প্রথম প্রকাশিত হয়। এটি ছিল তৎকালীন সময়ে কৃষক ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের একটি বলিষ্ঠ কণ্ঠস্বর।
ক) মাত্রাবৃত্ত
খ) স্বরবৃত্ত
গ) অক্ষরবৃত্ত
ঘ) কোনোটিই নয়
Note : 'চর্যাপদ' হলো বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। এর পদগুলো মূলত 'মাত্রাবৃত্ত' ছন্দে রচিত। মাত্রাবৃত্ত ছন্দের মূল ভিত্তি হলো মাত্রা বা ধ্বনির উচ্চারণকাল। চর্যাপদের ছন্দকে পাদাকুলক ছন্দও বলা হয়, যা মাত্রাবৃত্ত ছন্দেরই একটি প্রাচীন রূপ।
ক) ডাকঘর
খ) ঝিলিমিলি
গ) বিসর্জন
ঘ) অচলায়তন
Note : 'ডাকঘর', 'বিসর্জন' এবং 'অচলায়তন' রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত নাটক। কিন্তু 'ঝিলিমিলি' নাটকটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। সুতরাং, 'ঝিলিমিলি' রবীন্দ্রনাথের নাটক নয়।
ক) আরেক ফাল্গুন
খ) জীবন ঘষে আগুন
গ) নন্দিত নরকে
ঘ) পিঙ্গল আকাশ
Note : জহির রায়হান রচিত 'আরেক ফাল্গুন' উপন্যাসটি সরাসরি ভাষা আন্দোলনের পটভূমিতে লেখা একটি বিখ্যাত সাহিত্যকর্ম। উপন্যাসটিতে ১৯৫৫ সালের ২১শে ফেব্রুয়ারি পালনের মধ্য দিয়ে বায়ান্নর ভাষা আন্দোলনের স্মৃতি ও চেতনাকে তুলে ধরা হয়েছে।
ক) মীর মশাররফ হোসেন
খ) বেগম রোকেয়া
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
Note : প্রবাদটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কপালকুণ্ডলা' উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এটি উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ সংলাপ, যা দ্বারা বোঝানো হয় যে, অন্যের অধম বা নিচু আচরণের জবাবে নিজেকে উত্তম বা মহৎ রাখা উচিত।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন