কত তারিখে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারিকে ঘোষণা দেয়?

ক) ১৮ নভেম্বর ১৯৯৯ খ্রি.
খ) ১৭ নভেম্বর ১৯৯৯ খ্রি.
গ) ১৮ নভেম্বর ১৯৯৮ খ্রি.
ঘ) ২০ নভেম্বর ১৯৯৯ খ্রি.
বিস্তারিত ব্যাখ্যা:
১৯৯৯ সালের ১৭ই নভেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ৩০তম সাধারণ অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক मातृভাষা দিবস' হিসেবে ঘোষণা করা হয়। এই সিদ্ধান্ত ২০০০ সালের ২১শে ফেব্রুয়ারি থেকে বিশ্বব্যাপী কার্যকর হয়।

Related Questions

ক) Parliament of Bangladesh
খ) National Parliament
গ) House of the Nation
ঘ) None of these
Note : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৫(১) অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশের জাতীয় সংসদের আনুষ্ঠানিক বা দাপ্তরিক ইংরেজি নাম হলো 'House of the Nation' এবং বাংলায় 'জাতীয় সংসদ'। 'Parliament of Bangladesh' একটি সাধারণ পরিচিতি, কিন্তু আনুষ্ঠানিক নাম নয়।
ক) মাহফুজা খাতুন শীলা
খ) মাবিয়া আক্তার সীমান্ত
গ) নাদিয়া হোসেইন
ঘ) সাবিনা খাতুন
Note : ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত ১২তম সাউথ এশিয়ান (এসএ) গেমসে ভারোত্তোলনে মহিলাদের ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জয় করেন মাবিয়া আক্তার সীমান্ত। এটি ছিল বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।
ক) আলোর প্রতিসরণ
খ) আলোর প্রতিফলন
গ) আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
ঘ) শব্দের প্রতিফলন
Note : আল্ট্রাসনোগ্রাফি যন্ত্রে উচ্চ কম্পাঙ্কের শব্দ তরঙ্গ (আলট্রাসাউন্ড) ব্যবহার করা হয়। এই শব্দ তরঙ্গ শরীরের অভ্যন্তরে পাঠানো হয় এবং বিভিন্ন অঙ্গ থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসে। এই প্রতিফলিত শব্দ বা প্রতিধ্বনিকে কম্পিউটারের মাধ্যমে ছবিতে রূপান্তর করা হয়। তাই এটি শব্দের প্রতিফলন নীতির উপর কাজ করে।
ক) ভাষা আন্দোলন
খ) মুক্তিযুদ্ধ
গ) দেশভাগ
ঘ) পলাশীর যুদ্ধ
Note : 'আগুনের পরশমণি' প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ পরিচালিত একটি চলচ্চিত্র। এই চলচ্চিত্রটির পটভূমি হলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। এটি মুক্তিযুদ্ধের সময় একটি পরিবারের সংগ্রাম ও আত্মত্যাগের কাহিনি নিয়ে নির্মিত।
ক) প্রথম চন্দ্রগুপ্ত
খ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
গ) অশোক
ঘ) লক্ষণ সেন
Note : মহাকবি কালিদাস ছিলেন প্রাচীন ভারতের গুপ্ত সাম্রাজ্যের শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজসভার নবরত্নের একজন অন্যতম সদস্য ও সভাকবি। তাঁর 'মেঘদূতম্', 'অভিজ্ঞানশকুন্তলম্' বিশ্বসাহিত্যের অমূল্য সম্পদ।
ক) হোমার
খ) সক্রেটিস
গ) মিল্টন
ঘ) ফেরদৌস
Note : 'ইলিয়াড' এবং 'ওডিসি' হলো দুটি বিশ্ববিখ্যাত মহাকাব্য। প্রাচীন গ্রিসের অন্ধ কবি হোমার এই মহাকাব্য দুটির রচয়িতা বলে স্বীকৃত। 'ইলিয়াড'-এ ট্রয়ের যুদ্ধ এবং 'ওডিসি'-তে নায়ক অডিসিয়াসের স্বদেশ প্রত্যাবর্তনের কাহিনি বর্ণিত হয়েছে।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন