কোন যন্ত্রের সাহায্যে ডুবোজাহাজ পানির নিচ হতে উপরিভাগের দৃশ্য দেখে?

ক) স্টেথোস্কোপ
খ) মাইক্রোস্কোপ
গ) টেলিস্কোপ
ঘ) পেরিস্কোপ
বিস্তারিত ব্যাখ্যা:
ডুবোজাহাজ থেকে পানির উপরের দৃশ্য দেখার জন্য 'পেরিস্কোপ' নামক যন্ত্র ব্যবহার করা হয়। এটিতে দর্পণ বা প্রিজম ব্যবহার করে আলোর প্রতিফলনের মাধ্যমে দৃষ্টিসীমার বাইরের বস্তু দেখা সম্ভব হয়।

Related Questions

ক) সোডিয়াম স্টিয়ারেট
খ) গ্লিসারিন
গ) সিলিকন
ঘ) ইথানল
Note : সাবানায়ন (Saponification) প্রক্রিয়ায় তেল বা চর্বির সাথে ক্ষার (যেমন সোডিয়াম হাইড্রক্সাইড) বিক্রিয়া করে সাবান (সোডিয়াম স্টিয়ারেট) এবং গ্লিসারিন উৎপন্ন হয়। এখানে সাবান হলো মূল উৎপাদ এবং গ্লিসারিন হলো একটি মূল্যবান উপজাত (by-product)।
ক) কমে
খ) বাড়ে
গ) একই থাকে
ঘ) খুবই কম হয়
Note : পুরোনো মডেলের ফ্যান রেগুলেটরগুলো রোধক (resistor) ব্যবহার করে ভোল্টেজ কমাতো। এতে পাখা ধীরে ঘুরলেও, অতিরিক্ত বিদ্যুৎ রোধকের মাধ্যমে তাপ হিসেবে নষ্ট হতো, ফলে মোট বিদ্যুৎ খরচ প্রায় একই থাকত। তবে আধুনিক ইলেকট্রনিক রেগুলেটরে বিদ্যুৎ খরচ আসলেই কমে। পরীক্ষার প্রশ্ন হিসেবে সাধারণত পুরোনো ধারণাটিই সঠিক ধরা হয়।
ক) ডায়াবেটিস
খ) রাতকানা
গ) গলগন্ড
ঘ) টিটেনি
Note : ভিটামিন-এ এর অভাবে প্রধানত 'রাতকানা' (Night Blindness) রোগ হয়। এই ভিটামিন চোখের রেটিনার কার্যকারিতা এবং দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখার জন্য অপরিহার্য। এর দীর্ঘস্থায়ী অভাবে কর্নিয়ার ক্ষতিসহ অন্ধত্বও হতে পারে।
ক) একটি স্থায়ী স্মৃতি
খ) একটি অস্থায়ী শক্তি
গ) Video Phone
ঘ) একটি ভাইরাস
Note : RAM এর পূর্ণরূপ হলো Random Access Memory। এটি কম্পিউটারের একটি অস্থায়ী (Volatile) মেমোরি। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে RAM-এ সংরক্ষিত সমস্ত ডেটা মুছে যায়। এটি কম্পিউটারের প্রধান কার্যকারী মেমোরি হিসেবে কাজ করে। অপশন 'খ' তে 'শক্তি' লেখা হলেও, 'অস্থায়ী' শব্দটি মূল ধারণা নির্দেশ করে।
ক) Protein-P-49
খ) Protein-P-21
গ) Protein-P-69
ঘ) Protein-P-19
Note : সাধারণত, 'ন্যাচারাল প্রোটিন' বা প্রাকৃতিক প্রোটিনের জন্য কোনো নির্দিষ্ট আন্তর্জাতিক কোড নেই। তবে, প্রশ্নটি সম্ভবত কোনো বিশেষ প্রেক্ষাপট বা পাঠ্যপুস্তক থেকে নেয়া। কিছু কৃষি বা খাদ্য গবেষণায় নির্দিষ্ট প্রোটিনের জন্য অভ্যন্তরীণ কোড ব্যবহার করা হতে পারে। এখানে P-49 একটি সম্ভাব্য উত্তর হিসেবে ধরে নেওয়া হয়েছে।
ক) যুক্তরাজ্য
খ) ফ্রান্স
গ) তাইওয়ান
ঘ) রাশিয়া
Note : জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র হলো— যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। এই পাঁচটি দেশের 'ভেটো' বা কোনো প্রস্তাব নাকচ করে দেওয়ার ক্ষমতা রয়েছে। তাইওয়ান নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়, তাই তাদের ভেটো ক্ষমতা নেই।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন