"চাঁদমুখ” কোন সমাস?
ক) দ্বন্দ্ব
খ) উপমান
গ) রূপক
ঘ) উপমিত
বিস্তারিত ব্যাখ্যা:
'চাঁদমুখ'-এর ব্যাসবাক্য হলো 'মুখ চাঁদের ন্যায়'। এখানে উপমেয় (মুখ) এবং উপমানের (চাঁদ) মধ্যে সাদৃশ্য কল্পনা করা হয়েছে। যে সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হয় এবং উপমেয় পদটি পূর্বে বসে, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে।
Related Questions
ক) নন্দিত নরকে
খ) শঙ্খনীল কারাগার
গ) কোথাও কেউ নেই
ঘ) বহুব্রীহি
Note : তাঁর রচিত প্রথম উপন্যাস হলো 'নন্দিত নরকে' (১৯৭২)। যদিও তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস 'শঙ্খনীল কারাগার' (১৯৭৩)। 'কোথাও কেউ নেই' ও 'বহুব্রীহি' তাঁর বিখ্যাত ধারাবাহিক নাটক যা পরে উপন্যাস আকারে প্রকাশিত হয়।
ক) রাশিয়া
খ) জাপান
গ) বাংলাদেশ
ঘ) সৌদি আরব
Note : প্রদত্ত অপশনগুলোর মধ্যে বাংলাদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি (প্রায় ১৭ কোটি)। রাশিয়া, জাপান ও সৌদি আরবের জনসংখ্যা বাংলাদেশের চেয়ে কম। উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত, দ্বিতীয় চীন।
ক) চীন
খ) কানাডা
গ) যুক্তরাষ্ট্র
ঘ) অস্ট্রেলিয়া
Note : আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া এবং দ্বিতীয় বৃহত্তম দেশ হলো কানাডা। চীন তৃতীয় এবং যুক্তরাষ্ট্র চতুর্থ অবস্থানে রয়েছে।
ক) অস্ট্রিয়া
খ) দক্ষিণ কোরিয়া
গ) পর্তুগাল
ঘ) মিয়ানমার
Note : জাতিসংঘের বর্তমান (নবম) মহাসচিব হলেন আন্তোনিও গুতেরেস (António Guterres)। তিনি ইউরোপের দেশ পর্তুগালের নাগরিক এবং পূর্বে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।
ক) মাস সরোবর
খ) গঙ্গোত্রী হিমবাহ
গ) লুসাই পাহাড়
ঘ) হিমালয় পর্বত
Note : বাংলাদেশের অন্যতম প্রধান নদী কর্ণফুলীর উৎপত্তি ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়ে। এরপর এটি রাঙামাটি হয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং চট্টগ্রামে বঙ্গোপসাগরে পতিত হয়।
ক) ফরিদুল আলম
খ) শহীদুল আলম
গ) মাকসুদুল আলম
ঘ) মিজানুর রহমান
Note : বাংলাদেশী বিজ্ঞানী ড. মাকসুদুল আলম ও তাঁর গবেষক দল তোষা পাটের জিনোম সিকোয়েন্স (জীবনরহস্য) উন্মোচন করেন, যা পাট গবেষণায় একটি যুগান্তকারী সাফল্য।
জব সলুশন