'নাট্যচার্য' হিসাবে খ্যাতি অর্জন করেছেন কোন নাট্যকার?
ক) সৈয়দ শামসুল হক
খ) মামুনুর রশীদ
গ) হুমায়ূন আহমেদ
ঘ) সেলিম-আল-দীন
বিস্তারিত ব্যাখ্যা:
সেলিম আল-দীনকে তাঁর নাটক রচনা ও নির্দেশনায় অসামান্য অবদানের জন্য 'নাট্যাচার্য' উপাধিতে ভূষিত করা হয়। তিনি বাংলা নাটকে নিজস্ব ধারা তৈরি করেছিলেন।
Related Questions
ক) হায়াৎ মামুদ
খ) নীলিমা ইব্রাহীম
গ) মাযহারুল ইসলাম
ঘ) আখতারুজ্জামান ইলিয়াস
Note : সংস্কৃতির ভাঙা সেতু' একটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ যার রচয়িতা প্রখ্যাত কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক আখতারুজ্জামান ইলিয়াস।
ক) মরূদ্যান
খ) কটূক্তি
গ) পরিপক্ক
ঘ) অঞ্জলি
Note : 'পরিপক্ক' বানানটি ভুল। সঠিক বানান হলো 'পরিপক্ব' (পক্ব মানে পাকা)। 'মরূদ্যান' (মরু+উদ্যান), 'কটূক্তি' (কটু+উক্তি) এবং 'অঞ্জলি' বানানগুলো শুদ্ধ।
ক) গোপালগঞ্জ
খ) ফরিদপুর
গ) রাজবাড়ী
ঘ) মাদারীপুর
Note : আসমানী' কবিতাটির বিখ্যাত চরিত্র আসমানীর বাড়ি ছিল কবির নিজ জেলা ফরিদপুরের রসুলপুর গ্রামে।
ক) প্রযোজক কর্তা
খ) মুখ্য কর্ম
গ) প্রযোজক ক্রিয়া
ঘ) প্রযোজ্য কর্তা
Note : যে ক্রিয়াপদ অন্যের দ্বারা চালিত হয়, তাকে প্রযোজক ক্রিয়া বলে। এক্ষেত্রে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করায়। যে কর্তা কাজটি করে (শিশু) তাকে প্রযোজ্য কর্তা এবং যে করায় (মা) তাকে প্রযোজক কর্তা বলে।
ক) তারিখবাচক
খ) সংখ্যাবাচক
গ) ক্রমবাচক
ঘ) আধিক্যবাচক
Note : 'সার্ধশত' (১৫০) একটি পূরণবাচক বা ক্রমবাচক শব্দ যা একটি নির্দিষ্ট ক্রম বা পর্যায় নির্দেশ করে (যেমন: সার্ধশততম)। এটি পরিমাণ বা সংখ্যা বোঝানোর পাশাপাশি একটি পর্যায়কেও নির্দেশ করছে।
ক) চন্ডীদাস
খ) জ্ঞানদাস
গ) বিদ্যাপতি
ঘ) গোবিন্দদাস
Note : ব্রজবুলি' একটি কৃত্রিম সাহিত্যিক ভাষা যা মৈথিলী ও বাংলা ভাষার মিশ্রণে তৈরি। মিথিলার কবি বিদ্যাপতি এই ভাষার স্রষ্টা এবং তিনি ব্রজবুলিতে পদ রচনা করেছেন। তাঁর অনুকরণে অনেক বাঙালি কবিও এই ভাষায় পদ রচনা করেন।
জব সলুশন