শিক্ষাদানে প্রদর্শন পদ্ধতি কোন বিষয়ের ক্ষেত্রে অধিকতর উপযোগী?
ক) ভৌত বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা
খ) ভূগোল ও গণিত
গ) ভূগোল ও ইতিহাস
ঘ) বাংলা ও ইতিহাস
বিস্তারিত ব্যাখ্যা:
যদিও প্রদর্শন পদ্ধতি অনেক বিষয়েই কার্যকর ভূগোল এবং গণিতের মতো বিষয়গুলোতে মানচিত্র মডেল বা জ্যামিতিক আকৃতি দেখিয়ে পড়ালে শিক্ষার্থীরা সহজে বুঝতে পারে। তাই এই বিষয়গুলোর জন্য এটি অধিকতর উপযোগী।
Related Questions
ক) প্রতিবর্তী প্রতিক্রিয়া
খ) ক্ষেত্র তত্ত্ব
গ) গেস্টাল্ট বা সমগ্রবাদ
ঘ) প্রচেষ্টা ও ভুলতত্ত্ব
Note : ইউনিট পদ্ধতি' বা একক পদ্ধতি প্রচেষ্টা ও ভুল তত্ত্বের (Trial and Error Theory) উপর ভিত্তি করে তৈরি। এই তত্ত্বে শিক্ষার্থী বারবার চেষ্টার মাধ্যমে শেখে এবং ধীরে ধীরে ভুলগুলো পরিহার করে সঠিক সমাধানে পৌঁছায়।
ক) আচরণের অপেক্ষাকৃত স্থায়ী ও প্রত্যাশিত পরিবর্তন
খ) আচরণের অস্থায়ী পরিবর্তন
গ) আচরণের অস্থায়ী ও প্রত্যাশিত পরিবর্তন
ঘ) আচরণের অপ্রত্যাশিত পরিবর্তন
Note : মনোবিজ্ঞানের ভাষায় শিখন বা শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অভিজ্ঞতার ফলে আচরণের অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন সাধিত হয়। এটি কোনো অস্থায়ী বা অপ্রত্যাশিত পরিবর্তন নয়।
ক) 1995
খ) 1997
গ) 1998
ঘ) 1999
ক) চীন
খ) ভিয়েতনাম
গ) থাইল্যান্ড
ঘ) মায়ানমার
Note : বিশ্বের দীর্ঘতম চুলের অধিকারী হিসেবে পরিচিত ল্যুসেংলা ভিয়েতনামের অধিবাসী। তার চুল তার উচ্চতার চেয়েও দীর্ঘ।
ক) হিরোগ্লিফিক
খ) রপ্রোগ্রিফিক
গ) নাম্রোগ্রিফিক
ঘ) ক্যারোগ্রিফিক
Note : প্রাচীন মিশরীয়রা চিত্রলিপি ব্যবহার করে তাদের মনের ভাব প্রকাশ করত। এই চিত্রভিত্তিক লিখন পদ্ধতির নাম হায়ারোগ্লিফিক বা হিরোগ্লিফিক। অন্য অপশনগুলো অপ্রাসঙ্গিক বা ভুল।
ক) ভিটামনি বি-১
খ) ভিটামিন বি-২
গ) ভিটামিন বি-৬
ঘ) ভিটামিন বি-১২
Note : ভিটামিন বি-১২ এবং ফলিক অ্যাসিড (ভিটামিন বি-৯) লোহিত রক্তকণিকা (RBC) তৈরির জন্য অপরিহার্য। ভিটামিন বি-১২ এর অভাবে পারনিসিয়াস অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দেখা দেয়।
জব সলুশন