সবচেয়ে হালকা গ্যাস কোনটি?

ক) হাইড্রোজেন
খ) হিলিয়াম
গ) নাইট্রোজেন
ঘ) আর্গন
বিস্তারিত ব্যাখ্যা:
পর্যায় সারণির প্রথম মৌল হাইড্রোজেন হলো সবচেয়ে হালকা গ্যাস। এর পারমাণবিক ভর সবচেয়ে কম (প্রায় ১.০০৮)। একারণে বেলুন বা বিমানে হাইড্রোজেন ব্যবহার করা হতো যদিও এটি অত্যন্ত দাহ্য।

Related Questions

ক) রুটি
খ) চাল
গ) আটা
ঘ) চুলা
Note : তণ্ডুল' একটি তৎসম শব্দ যার অর্থ হলো চাল বা খোসা ছাড়ানো ধান।
ক) গাছের পাতা
খ) বায়ুমণ্ডল
গ) ফল
ঘ) মাটি
Note : গাছের পাতা প্রস্বেদন (Transpiration) প্রক্রিয়ার মাধ্যমে ক্রমাগত জলীয় বাষ্প ত্যাগ করে। এই প্রক্রিয়াটি অনেকটা মানুষের ঘামের মতো কাজ করে যা পাতাকে ঠান্ডা রাখে। তাই সূর্যের প্রখর তাপেও পাতা খুব বেশি গরম হয় না।
ক) গ্রিসে
খ) এশিয়ামাইনরে
গ) ইতালিতে
ঘ) মিসরে
Note : ঐতিহাসিকদের মতে লোহার ব্যবহার সর্বপ্রথম শুরু হয়েছিল আনাতোলিয়া বা এশিয়া মাইনর (বর্তমান তুরস্ক) অঞ্চলে হিট্টাইট জাতির মাধ্যমে খ্রিস্টপূর্ব ১৮০০ অব্দের দিকে।
ক) নিকোলাই সারকোজি
খ) ফ্রঁসোয়া ওলাদ
গ) ফ্রাঁসোয়া মিতেরা
ঘ) জ্যাক সিরাক
Note : ২০১২ সালের ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ফ্রঁসোয়া ওলাদ নিকোলাই সারকোজিকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
ক) ধান
খ) গম
গ) পাট
ঘ) তুলা
Note : ২০১০ সালে বাংলাদেশের একদল বিজ্ঞানী ড. মাকসুদুল আলমের নেতৃত্বে তোষা পাটের জীবনরহস্য বা জিনোম সিকোয়েন্স উন্মোচন করেন যা বাংলাদেশের জন্য একটি বড় বৈজ্ঞানিক সাফল্য।
ক) কুমিল্লা
খ) যশোর
গ) সিলেট
ঘ) ময়মনসিংহ
Note : বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হিসেবে যশোরকে ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই জেলার বিভিন্ন তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবার উদ্বোধন করেন।

জব সলুশন

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার - পরিসংখ্যানবিদ (26-12-2025)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন