সাঁওতালদের গ্রাম প্রধানকে কি বলে?
ক) গুরু
খ) শেখ
গ) মাজি
ঘ) কোনটিই না
বিস্তারিত ব্যাখ্যা:
সাঁওতাল সমাজের ঐতিহ্যবাহী শাসন কাঠামোতে গ্রাম হলো সর্বনিম্ন স্তর। প্রতিটি সাঁওতাল গ্রামের প্রশাসনিক ও সামাজিক প্রধানকে 'মাঝি' বা 'মাজি' বলা হয়।
Related Questions
ক) সাঁওতাল
খ) মুরং
গ) গারো
ঘ) মাওরি
Note : সাঁওতাল, মুরং ও গারো বাংলাদেশে বসবাসকারী অন্যতম প্রধান উপজাতি। কিন্তু 'মাওরি' হলো নিউজিল্যান্ডের আদিবাসী জনগোষ্ঠী, যাদের বাংলাদেশে বসবাস নেই।
ক) কান্দি
খ) নান্দি
গ) মান্দি
ঘ) তান্দি
Note : গারো' নামটি অন্যদের দেওয়া; এই জাতিগোষ্ঠীর মানুষেরা নিজেদেরকে 'মান্দি' নামে পরিচয় দিতে পছন্দ করে। 'মান্দি' শব্দের অর্থ 'মানুষ'।
ক) গারো
খ) চাকমা
গ) মারমা
ঘ) সাঁওতাল
Note : জনসংখ্যার দিক থেকে চাকমা হলো বাংলাদেশের বৃহত্তম উপজাতি জনগোষ্ঠী। এর পরেই দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী হলো মারমা, যারা মূলত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাস করে।
ক) চিম্বুক পাহাড়
খ) গারো পাহাড়
গ) লালমাই পাহাড়
ঘ) কেওক্রাডং পাহাড়
Note : মারমা জনগোষ্ঠীর মূল বসবাস পার্বত্য চট্টগ্রামে, বিশেষ করে বান্দরবান জেলায়। তারা চিম্বুক পাহাড়ের পাদদেশীয় অঞ্চলে এবং সাঙ্গু ও মাতামুহুরী নদীর তীরে বসবাস করে।
ক) সরকারি হাসপাতাল
খ) স্বাস্থ্যকেন্দ্র
গ) পরিবার কল্যাণ কেন্দ্র
ঘ) ডাক্তার খানা
Note : ইউনিয়ন পর্যায়ে জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সরকারিভাবে 'ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র' স্থাপন করা হয়েছে, যা সাধারণভাবে 'স্বাস্থ্যকেন্দ্র' নামে পরিচিত।
ক) বিএনএস পদ্মা
খ) জীবনতরী
গ) হজরত শাহজালাল
ঘ) লাইফবয়
Note : জীবনতরী' হলো বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতাল। নদীমাতৃক বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১৯৯৯ সালে এটি যাত্রা শুরু করে।
জব সলুশন