'অন্ধকার' এর প্রতিশব্দ নয় কোনটি?

ক) আঁধার
খ) তিমির
গ) তমসা
ঘ) কালো
বিস্তারিত ব্যাখ্যা:
অন্ধকার' শব্দের সমার্থক শব্দগুলো হলো আঁধার, তিমির, তমসা, তমিস্রা ইত্যাদি। 'কালো' একটি রঙ বা বর্ণ, যা অন্ধকারের অনুষঙ্গ হলেও সরাসরি প্রতিশব্দ নয়।

Related Questions

ক) কৃতদাসের হাসি
খ) দর্পন
গ) পদ্মরাগ
ঘ) পল্লী সমাজ
Note : পদ্মরাগ' বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি বিখ্যাত উপন্যাস। 'কৃতদাসের হাসি' শওকত ওসমানের এবং 'পল্লী সমাজ' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা।
ক) বিধেয়
খ) বর্গ
গ) উদ্দেশ্য
ঘ) বাক্যাংশ
Note : বাক্যগঠনের একক হিসেবে যখন একাধিক পদ একত্রিত হয়ে একটি শব্দগুচ্ছ বা পদগুচ্ছ (Phrase) তৈরি করে, তখন তাকে 'বর্গ' বলা হয়। এটি বাক্যের একটি অংশ হিসেবে কাজ করে।
ক) উদ্দেশ্য
খ) পূরক
গ) প্রসারক
ঘ) বিধেয়
Note : বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, তাকে উদ্দেশ্য বলে। আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয়, তাকে বিধেয় বলে। এখানে সংজ্ঞানুযায়ী সঠিক উত্তর 'উদ্দেশ্য'।
ক) কর্ম
খ) ভাব
গ) কর্তা
ঘ) কোনটিই নয়
Note : যে বাক্যে কর্মই প্রধান এবং ক্রিয়া কর্মকে অনুসরণ করে, তাকে কর্মবাচ্য বলে। এখানে 'চিঠিটা' (কর্ম) প্রধান এবং ক্রিয়া 'পড়া হয়েছে' কর্মকে অনুসরণ করছে। কর্তার উল্লেখ নেই বা কর্তা গৌণ। তাই এটি কর্মবাচ্যের উদাহরণ।
ক) কর্তা
খ) করণ
গ) কর্ম
ঘ) অধিকরণ
Note : ক্রিয়া সম্পাদনের বিষয়, স্থান বা সময়কে অধিকরণ কারক বলে। এখানে 'ব্যাকরণে ভালো' বলতে 'ব্যাকরণ বিষয়ে' ভালো বোঝানো হয়েছে, যা একটি বিষয়ভিত্তিক আধার। তাই এটি বিষয়াধিকরণে ৭মী বিভক্তি।
ক) প্রশ্নবাচক
খ) পারস্পরিক
গ) সকল বাচক
ঘ) সাপেক্ষ
Note : যে-সে', 'যেমন-তেমন', 'যিনি-তিনি' ইত্যাদি জোড়া সর্বনামগুলো একটির উপর অন্যটি নির্ভর করে বাক্যের অর্থ পূর্ণ করে। এদের সাপেক্ষ বা সম্বন্ধসূচক সর্বনাম বলা হয়।

জব সলুশন

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন