What is the bengali meaning of 'time is up'
Related Questions
Ordinance হলো জরুরি বিধি, অধ্যাদেশ। জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য যে নিয়মনীতি বা বিধি জারি করা হয় তাকে Ordinance বলে। পরবর্তীতে আলোচনার মাধ্যমে তাকে Law বা আইনে পরিণত করা হয়।
রবীন্দ্রনাথ ঠাকুরের 'গীতাঞ্জলি' নামক কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদ মূলত রবীন্দ্রনাথ নিজেই করেছেন। তবে, W.B. Yeats এ ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখেন এবং অনূদিত কাব্যগ্রন্থটির অর্থাৎ ' Song Offerings' এর Introduction টিও তিনি লিখেন। এ কারণে তার নামটি বিশেষভাবে উল্লেখ্যযোগ্য ।
sentence এ if, what, when,which, that ইত্যাদি থাকলে complex হয়। এছাড়া Complex sentence এ দুটি subject দুটি finite verb থাকে। প্রদত্ত বাক্যে you = subject এবং read, learn = Finite verb ।
জব সলুশন