চির শান্তির বলা হয় কোন শহর কে?
ক) ভিয়েনো
খ) মিলান
গ) রোম
ঘ) ভেনিস
বিস্তারিত ব্যাখ্যা:
ইতালির রাজধানী রোম শহরকে 'The Eternal City' বা 'চির শান্তির শহর' বলা হয়। এর ঐতিহাসিক গুরুত্ব এবং প্রাচীন সভ্যতার কেন্দ্র হিসেবে এর দীর্ঘস্থায়ী প্রভাবের কারণে এই উপনাম দেওয়া হয়েছে।
Related Questions
ক) ফিনল্যান্ড
খ) জার্মানি
গ) লুক্সেমবার্গ
ঘ) নরওয়ে
Note : জার্মানির সরকার প্রধানের পদবি হলো 'চ্যান্সেলর' (Chancellor)। অস্ট্রিয়াতেও এই পদবি ব্যবহৃত হয়। এটি প্রধানমন্ত্রীর সমতুল্য একটি পদ।
ক) শিকাগো
খ) নিউইয়র্ক
গ) লন্ডন
ঘ) ঢাকা
Note : যুক্তরাষ্ট্রের শিকাগো শহরটি 'The Windy City' বা 'বাতাসের শহর' নামে পরিচিত। এর কারণ হলো মিশিগান হ্রদের পাশ থেকে বয়ে আসা তীব্র বাতাস।
ক) সিলেট
খ) চট্রগ্রাম
গ) বরিশাল
ঘ) বগুড়া
Note : ইসলাম প্রচারের জন্য আগত বারোজন আউলিয়া বা সাধকের স্মৃতিবিজড়িত হওয়ায় চট্টগ্রামকে 'বারো আউলিয়ার দেশ' বলা হয়। এটি চট্টগ্রামের একটি প্রসিদ্ধ ভৌগোলিক উপনাম।
ক) ইন্দোনেশিয়া
খ) মালয়েশিয়া
গ) থাইল্যান্ড
ঘ) মায়ানমার
Note : থাইল্যান্ডের পূর্ব নাম ছিল 'শ্যামদেশ' বা 'সিয়াম' (Siam)। ১৯৩৯ সালে দেশটির নাম পরিবর্তন করে থাইল্যান্ড রাখা হয়, যার অর্থ 'স্বাধীনদের ভূমি'।
ক) ১ জানুয়ারি, ১৯৭২
খ) ১ মার্চ, ১৯৭২
গ) ২৩ মার্চ, ১৯৭২
ঘ) ১ জুলাই, ১৯৭২
Note : স্বাধীনতার পর বাংলাদেশে নিজস্ব মুদ্রা চালু করার প্রক্রিয়া শুরু হয়। ১৯৭২ সালের ১লা মার্চ তারিখে প্রথম বাংলাদেশের নিজস্ব ১ টাকা ও ১০০ টাকার নোট চালু করা হয়। এর আগে পাকিস্তানি রুপি ব্যবহৃত হতো।
ক) রুবল
খ) সোম
গ) টেনগে
ঘ) মানাত
Note : উজবেকিস্তানের রাষ্ট্রীয় মুদ্রার নাম 'উজবেকিস্তানি সোম' (Uzbekistani Som)। 'রুবল' রাশিয়ার, 'টেনগে' কাজাখস্তানের এবং 'মানাত' আজারবাইজান ও তুর্কমেনিস্তানের মুদ্রা।
জব সলুশন