বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি ?
ক) বিষুব অঞ্চলে
খ) মেরু অঞ্চলে
গ) পাহাড়ের ওপর
ঘ) পৃথিবীর কেন্দ্রে
বিস্তারিত ব্যাখ্যা:
পৃথিবী সম্পূর্ণ গোলাকার না হওয়ায় এবং কেন্দ্রবিমুখী বলের কারণে মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের (g) মান সবচেয়ে বেশি এবং বিষুব অঞ্চলে সবচেয়ে কম। যেহেতু বস্তুর ওজন (W=mg) 'g'-এর উপর নির্ভরশীল, তাই মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি হয়।
Related Questions
ক) ৪ মিনিট
খ) ৫ মিনিট
গ) ২০ মিনিট
ঘ) ১ মিনিট
Note : পৃথিবী তার অক্ষের উপর ২৪ ঘণ্টায় (১৪৪০ মিনিট) ৩৬০° ঘোরে। সুতরাং, ৩৬০° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় ১৪৪০ মিনিট। অতএব, ১° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হবে ১৪৪০/৩৬০ = ৪ মিনিট।
ক) নেপোলিয়ন
খ) ফিলিপস
গ) দ্বাদশ লুই
ঘ) ষোড়শ লুই
Note : ১৭৮৯ সালে ফরাসি বিপ্লব যখন শুরু হয়, তখন ফ্রান্সের রাজা ছিলেন বুরবোঁ বংশের রাজা ষোড়শ লুই (Louis XVI)। বিপ্লবের এক পর্যায়ে তাকে বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
ক) চট্টগ্রাম ও কক্সবাজার
খ) দিনাজপুর ও রংপুর
গ) কুমিল্লা ও নোয়াখালী
ঘ) রাজশাহী ও বগুড়া
Note : 'সমতট' ছিল প্রাচীন বাংলার একটি জনপদ। বর্তমান কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল এই জনপদের অন্তর্ভুক্ত ছিল বলে ঐতিহাসিকরা মনে করেন। এর কেন্দ্র ছিল কুমিল্লার বড়কামতা।
ক) লন্ডন
খ) ওয়াশিংটন
গ) নিউইয়র্ক
ঘ) প্যারিস
Note : জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত। যদিও এর কিছু অঙ্গসংগঠনের সদর দপ্তর জেনেভা, ভিয়েনা এবং নাইরোবিতে রয়েছে, মূল সদর দপ্তর নিউইয়র্কেই।
ক) দিনাজপুর
খ) নীলফামারী
গ) লালমনিরহাট
ঘ) কুড়িগ্রাম
Note : তিস্তা সেচ প্রকল্পের অধীনে নির্মিত তিস্তা ব্যারাজ বা বাঁধটি বাংলাদেশের নীলফামারী জেলার ডিমলা উপজেলায় অবস্থিত। এটি দেশের বৃহত্তম সেচ প্রকল্প।
ক) ২২ নটিক্যাল মাইল
খ) ১২ নটিক্যাল মাইল
গ) ২২০ নটিক্যাল মাইল
ঘ) ২০০ নটিক্যাল মাইল
Note : UNCLOS (United Nations Convention on the Law of the Sea) অনুযায়ী, একটি দেশের টেরিটোরিয়াল বা রাষ্ট্রীয় সমুদ্রসীমা হলো ভিত্তি রেখা থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলের উপর দেশটির পূর্ণ সার্বভৌমত্ব থাকে।
জব সলুশন