বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়?
ক) বীর উত্তম
খ) বীর প্রতীক
গ) বীর বিক্রম
ঘ) বীরশ্রেষ্ঠ
বিস্তারিত ব্যাখ্যা:
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য চারটি উপাধি দেওয়া হয়। মর্যাদার ক্রমানুসারে এগুলো হলো: বীরশ্রেষ্ঠ (সর্বোচ্চ), বীর উত্তম (দ্বিতীয়), বীর বিক্রম (তৃতীয়) এবং বীর প্রতীক (চতুর্থ)।
Related Questions
ক) শিল্পাচার্য জয়নুল আবেদীন
খ) হাশেম খান
গ) রফিকুন্নবী
ঘ) কামরুল হাসান
Note : ১৯৪৩ সালের ভয়াবহ দুর্ভিক্ষ (পঞ্চাশের মন্বন্তর) নিয়ে শিল্পী জয়নুল আবেদিন বহু মর্মস্পর্শী চিত্রকর্ম ও স্কেচ আঁকেন, যা তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। এই চিত্রকর্মগুলো দুর্ভিক্ষের ভয়াবহতাকে জীবন্ত করে তুলেছিল।
ক) উথান্ট
খ) কফি আনান
গ) কুর্টওয়াল্ড হেইম
ঘ) দ্যাগ হ্যামারশোল্ড
Note : ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন মিয়ানমারের (তৎকালীন বার্মা) নাগরিক উ থান্ট (U Thant)। তিনি ১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন।
ক) পাল
খ) মুঘল
গ) সেন
ঘ) ইংরেজ
Note : ঢাকাই মসলিন কাপড়ের সুখ্যাতি বিশ্বজোড়া ছিল। এর উৎপাদন ও ব্যবসার স্বর্ণযুগ ছিল মুঘল আমলে। মুঘল সম্রাট ও অভিজাতদের পৃষ্ঠপোষকতায় মসলিন শিল্প সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল।
ক) 15
খ) 16
গ) 17
ঘ) 14
Note : বাংলাদেশের সংবিধানের ১৭ নং অনুচ্ছেদে রাষ্ট্র কর্তৃক নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক-বালিকার জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে। এটি রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব।
ক) সুন্দরবন
খ) রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশ
গ) ময়নামতি ও লালমাই পাহাড়
ঘ) মধুপুর ও ভাওয়াল গড়
Note : বাংলাদেশের অন্যতম প্লাইস্টোসিন যুগের সোপান হলো বরেন্দ্রভূমি। এটি মূলত রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশ অর্থাৎ রাজশাহী, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট ও রংপুর অঞ্চলের অংশ নিয়ে গঠিত।
ক) ২৯৮ টি
খ) ২৮০ টি
গ) ২২৩ টি
ঘ) ১৭১ টি
Note : ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে, আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত যুক্তফ্রন্ট মুসলিম লীগের বিরুদ্ধে এক ঐতিহাসিক বিজয় লাভ করে। মুসলিমদের জন্য সংরক্ষিত ২৩৭টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসন পেয়েছিল।
জব সলুশন