ত, থ, দ, ধ, ন হচ্ছে-
ক) তালব্যবর্ণ
খ) কণ্ঠবর্ণ
গ) দন্ত্যবর্ণ
ঘ) মূর্ধন্যবর্ণ
বিস্তারিত ব্যাখ্যা:
ত-বর্গের (ত, থ, দ, ধ, ন) বর্ণগুলো উচ্চারণের সময় জিহ্বার অগ্রভাগ উপরের পাটির দাঁতের গোড়ায় বা দন্তমূলে স্পর্শ করে। তাই এগুলোকে দন্ত্যবর্ণ বলা হয়।
Related Questions
ক) যত গর্জে তত বৃষ্টি হয় না
খ) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
গ) নাচতে না জানলে উঠোন ভাঙ্গা
ঘ) যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয়
Note : অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট' একটি বহুল প্রচলিত ও সঠিক প্রবাদ, যার অর্থ বেশি লোক একটি কাজে থাকলে কাজটি পণ্ড হয়। অন্য অপশনগুলোর সঠিক রূপ হলো: 'যত গর্জে তত বর্ষে না', 'নাচতে না জানলে উঠান বাঁকা', এবং 'যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়'।
ক) খ্যাতি
খ) নির্দোষ
গ) উপযশ
ঘ) অপযশ
Note : যশ' শব্দের অর্থ সুখ্যাতি বা সুনাম। এর বিপরীত অর্থ হলো দুর্নাম বা নিন্দা। 'অপ' উপসর্গটি নিন্দনীয় বা বিপরীত অর্থ প্রকাশ করে। তাই 'যশ' এর বিপরীত শব্দ হলো 'অপযশ'।
ক) সঞ্জিত
খ) অপচয়
গ) সঞ্জিতা
ঘ) উপচয়
Note : সঞ্চয়' অর্থ জমা করা বা সংগ্রহ করা। এর বিপরীত হলো অযথা খরচ বা নষ্ট করা, যার সঠিক শব্দ 'অপচয়'। 'উপচয়' শব্দের অর্থ বৃদ্ধি, যা সঞ্চয়ের সমার্থক হতে পারে, কিন্তু বিপরীত নয়।
ক) পান-ব্যবসায়ী
খ) পর্ণকার
গ) তামসিক
ঘ) বারুই
Note : তাম্বুলিক' শব্দের অর্থ হলো যারা পানের ব্যবসা করে বা পান চাষ করে। 'পান-ব্যবসায়ী', 'পর্ণকার' (পর্ণ মানে পাতা/পান) এবং 'বারুই' (পান চাষী সম্প্রদায়) শব্দগুলো 'তাম্বুলিক'-এর সমার্থক। কিন্তু 'তামসিক' শব্দের অর্থ তমোগুণ সম্পন্ন বা অলস, যা এর সমার্থক নয়।
ক) ঊর্ধ্বটান
খ) প্রশান্ত
গ) উঁচুনিচু
ঘ) উত্তাল
Note : উচাটন' শব্দের অর্থ চঞ্চল, অস্থির বা ব্যাকুল মন। এর বিপরীত অর্থ হলো স্থির বা শান্ত অবস্থা। প্রদত্ত অপশনগুলোর মধ্যে 'প্রশান্ত' শব্দটি এই শান্ত বা স্থির ভাবকে বোঝায়।
ক) অনাস্থা
খ) অনিচ্ছা
গ) অনিষ্ট
ঘ) অনাচার
Note : 'আস্থা' শব্দের অর্থ বিশ্বাস বা ভরসা। এর পূর্বে নঞর্থক 'অন' উপসর্গ যোগ করে বিপরীত শব্দ 'অনাস্থা' (অবিশ্বাস) গঠিত হয়।
জব সলুশন