কাব্যসুধাকর’ কার উপাধি ?

ক) সত্যেন্দ্রনাথ দত্ত
খ) গোলাম মোস্তফা
গ) আল মাহমুদ
ঘ) শামসুর রাহমান
বিস্তারিত ব্যাখ্যা:
কবি গোলাম মোস্তফা তার সুললিত ও ছন্দোময় কবিতার জন্য পরিচিত। তার কাব্যিক অবদানের স্বীকৃতিস্বরূপ যশোর সাহিত্য সংঘ তাকে 'কাব্যসুধাকর' উপাধি প্রদান করে।

Related Questions

ক) মহাত্মা গান্ধী
খ) বাংলার জনসাধারণ
গ) যুগান্তর দলের নেতা পুলিন দাস
ঘ) ভারতীয় কংগ্রেস
Note : চিত্তরঞ্জন দাস ছিলেন একজন প্রখ্যাত আইনজীবী এবং রাজনীতিবিদ। তিনি নিঃস্বার্থভাবে দেশের মানুষের সেবা করেছেন এবং বহু বিপ্লবীর মামলা বিনা পারিশ্রমিকে লড়েছেন। তার এই ত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলার সাধারণ মানুষ তাকে স্বতঃস্ফূর্তভাবে 'দেশবন্ধু' (দেশের বন্ধু) উপাধিতে ভূষিত করে।
ক) মালাধর বসু
খ) মুকুন্দরাম
গ) ভারতচন্দ্র
ঘ) ময়ূর ভট্ট
Note : অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়কে তার অসাধারণ কাব্য প্রতিভার জন্য নবদ্বীপের মহারাজা কৃষ্ণচন্দ্র 'রায় গুণাকর' উপাধিতে ভূষিত করেন। তার কাব্যের শিল্পসুষমা ও পাণ্ডিত্য এই উপাধির যথার্থতা প্রমাণ করে।
ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ) মোহিতলাল মজুমদার
গ) মধুসুদন দত্ত
ঘ) কোনটিই নয়
Note : বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তার অবিস্মরণীয় সাহিত্যকর্মের জন্য 'সাহিত্য সম্রাট' উপাধি দেওয়া হয়। যেহেতু অপশনগুলোর মধ্যে তার নাম নেই, তাই সঠিক উত্তর 'কোনটিই নয়'।
ক) বিষ্ণু দে
খ) সুধীন্দ্রনাথ দত্ত
গ) অমিয় চক্রবর্তী
ঘ) সমর সেন
Note : সুধীন্দ্রনাথ দত্ত তার কাব্যে ধ্রুপদী বা ক্লাসিক্যাল রীতির অনুসরণের জন্য পরিচিত। তার কবিতায় গভীর মননশীলতা, দর্শনের প্রভাব এবং শব্দ ব্যবহারে পাণ্ডিত্য লক্ষ্য করা যায়। এই ধ্রুপদী বৈশিষ্ট্যের জন্যই তাকে 'ক্লাসিক কবি' বলা হয়।
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
খ) কলকাতা বিশ্ববিদ্যালয়
গ) হার্বার্ড বিশ্ববিদ্যলয়
ঘ) অক্সফোর্ড বিশ্ববিদ্যলয়
Note : ১৯৪০ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাস্থ্যগত অবস্থার কথা বিবেচনা করে শান্তিনিকেতনে একটি বিশেষ সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করে। সেখানেই তাকে সম্মানসূচক ডি. লিট (ডক্টরেট অব লিটারেচার) উপাধি প্রদান করা হয়, যা একটি বিরল সম্মাননা।
ক) ১৮১৭ সালে
খ) ১৮৩০ সালে
গ) ১৮৩৩ সালে
ঘ) ১৮৩৯ সালে
Note : দিল্লির মোগল সম্রাট দ্বিতীয় আকবর ১৮৩০ সালে রামমোহন রায়কে 'রাজা' উপাধি দেন। সম্রাট তার দূত হিসেবে রামমোহনকে বিলেতে পাঠিয়েছিলেন নিজের ভাতা বৃদ্ধির আবেদন জানানোর জন্য। এই উপাধিটি ছিল সেই দৌত্যকার্যের স্বীকৃতির অংশ।

জব সলুশন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ - সহকারী পরিচালক ( ২৬ - ১২- ২০২৫ )

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন