নজিবর রহমানের উপাধি কি ?
ক) সাহিত্যসম্রাট
খ) সাহিত্য বিশারদ
গ) সাহিত্যরত্ম
ঘ) তর্করত্ম
বিস্তারিত ব্যাখ্যা:
নজিবর রহমান ছিলেন একজন মুসলিম ঔপন্যাসিক। তার বিখ্যাত উপন্যাস 'আনোয়ারা' মুসলিম সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। বাংলা সাহিত্যে তার অবদানের জন্য তাকে 'সাহিত্যরত্ন' উপাধি দেওয়া হয়।
Related Questions
ক) বাংলা একাডেমী
খ) বঙ্গীয় সাহিত্য পরিষদ
গ) মুসলিম সাহিত্য সংঘ
ঘ) যশোর সাহিত্য সংঘ
Note : কবি গোলাম মোস্তফার জন্মস্থান যশোর। তার কাব্যচর্চা ও বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ তার নিজ অঞ্চলের 'যশোর সাহিত্য সংঘ' তাকে 'কাব্য সুধাকর' উপাধিতে ভূষিত করে।
ক) কবি বেগম সুফিয়া কামাল
খ) প্রফেসর ড. নীলিমা ইব্রাহিম
গ) শহীদ জননী জাহানারা ইমাম
ঘ) সাহিত্যিক ও সমাজকর্মী বেগম রোকেয়া
Note : কবি সুফিয়া কামাল সারাজীবন ধরে সাম্প্রদায়িকতা ও স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার লেখায় ও কাজে অন্যায়ের বিরুদ্ধে সাহসের যে পরিচয় পাওয়া যায়, সেজন্য বাংলাদেশের মানুষ তাকে ভালোবেসে 'জননী সাহসিকা' উপাধিতে ভূষিত করেছে।
ক) শেক্সপিয়ার
খ) আলবার্টো মোরোভিয়া
গ) চেখভ
ঘ) শহীদুল্লাহ
Note : ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন কিংবদন্তিতুল্য ভাষাবিদ ও পণ্ডিত। তিনি বাংলা, সংস্কৃত, পালি, প্রাকৃত ছাড়াও আরবি, ফারসি, ইংরেজি, ফরাসি, জার্মানসহ আঠারোটিরও বেশি ভাষা জানতেন। তার এই অসাধারণ ভাষাজ্ঞানের জন্য তিনি 'বহুভাষাবিদ পণ্ডিত' হিসেবে সর্বজনবিদিত।
ক) জহির রায়হান
খ) মুনীর চৌদুরী
গ) হাবিবুর রহমান
ঘ) শহীদুল্লা কায়সার
Note : হাবিবুর রহমান মূলত শিশু-কিশোরদের জন্য লিখেছেন। তার লেখা 'পাতালের অভিযান', 'সিন্দাবাদের বাড়ি' ইত্যাদি শিশুতোষ রচনা ব্যাপক জনপ্রিয়তা পায়। এ কারণে তিনি শিশু সাহিত্যিক হিসেবেই সমাদৃত।
ক) কাব্যরত্মাকারন
খ) সাহিত্য বিশারদ
গ) সাহিত্য সরস্বতী
ঘ) বিদ্যাবিনোদিনী
Note : প্রশ্নটিতে একটি পরিচিত বিভ্রান্তি রয়েছে। 'সাহিত্য বিশারদ' উপাধিটি ছিল আবদুল করিমের। শেখ ফজলল করিমের উপাধি ছিল 'সাহিত্যরত্ন' ও 'কাব্যরত্নাকর'। তবে প্রদত্ত অপশন অনুযায়ী, 'সাহিত্য বিশারদ' কাছাকাছি হওয়ায় এটি বেছে নেওয়া হয়েছে, যদিও এটি আবদুল করিমের উপাধি।
ক) হাসন রাজা
খ) সুলতান মিয়াজী
গ) আলাউদ্দিন খাঁ
ঘ) ঈসা খাঁ
Note : হাসন রাজা তার গানে দেহতত্ত্ব ও আধ্যাত্মিকতার গভীর দর্শনকে সহজ-সরল ভাষায় প্রকাশ করেছেন। জীবনের গূঢ় রহস্য ও স্রষ্টার প্রতি আত্মনিবেদনের ভাব তার গানে ফুটে ওঠায় তিনি 'মরমী কবি' হিসেবে সর্বাধিক পরিচিতি লাভ করেন।
জব সলুশন