রাজশেখর বসুর ছদ্মনাম হলো-

ক) বনফুল
খ) গাজী মিয়া
গ) পরশুরাম
ঘ) নীললোহিত
বিস্তারিত ব্যাখ্যা:
রাজশেখর বসু ছিলেন একজন রসায়নবিদ ও প্রখ্যাত রম্যসাহিত্যিক। তিনি 'পরশুরাম' ছদ্মনামে তার বিখ্যাত ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক গল্পগুলো লিখতেন। 'বনফুল' বলাইচাঁদ মুখোপাধ্যায়ের এবং 'নীললোহিত' সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম।

Related Questions

ক) বিমল ঘোষ
খ) সমরেশ মজুমদার
গ) চারুচন্দ্র চক্রবতী
ঘ) বুদ্ধদেব বসু
Note : জনপ্রিয় সাহিত্যিক বিমল ঘোষ 'মৌমাছি' ছদ্মনামে শিশু-কিশোরদের জন্য প্রচুর লিখেছেন। এই ছদ্মনামটি তার লেখক পরিচয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
ক) কাদম্বরী দেবী
খ) কবির মেয়ের
গ) রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
Note :

জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের নৃশংসতার বিরুদ্ধে চরম ধিক্কার ও ঘৃণাবোধ থেকে রবীন্দ্রনাথ ‘নাইটহুড’ (স্যার টাইটেল) উপাধি ত্যাগ করেন। ভাইসরয় লর্ড চ্যামসফোর্ডকে লেখা চিঠিতে তিনি তার নাইটহুড প্রত্যাখ্যান করেন, যা ভারতীয় স্বাধীনতার ইতিহাসে প্রতিবাদ জানাবার এক ঐতিহাসিক দলিল হয়ে আছে। কাদম্বরী দেবীর মৃত্যুশয্যায় রবীন্দ্রনাথ স্যার উপাধি ত্যাগ করা প্রতিবাদলিপিটি পাঠ করেন। কাদম্বরী দেবী ছিলেন বাঙালি নাট্যকার, সঙ্গীতস্রষ্টা, সম্পাদক এবং চিত্রশিল্পী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্রবধু এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বৌদি।

ক) অজিত দত্ত
খ) রামরাম বসু
গ) অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
ঘ) নবীনচন্দ্র সেন
Note : আধুনিক বাংলা কবি অজিত দত্ত 'রৈবতক' ছদ্মনামে কিছু ব্যক্তিগত রচনা প্রকাশ করেছিলেন। তার মূল কবি পরিচয়ের পাশাপাশি এই ছদ্মনামটিও পরিচিত।
ক) বিভূতিভূষণকে বন্দ্যোপাধ্যায়কে
খ) বিহারীলাল চক্রবর্তীকে
গ) মোজাম্মেল হককে
ঘ) কাজী ইমদাদুল হককে
Note : কবি মোজাম্মেল হক পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থানের নামানুসারে তাকে 'শান্তিপুরের কবি' হিসেবে অভিহিত করা হয়। তার কবিতায় শান্তিপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রভাব লক্ষ্য করা যায়।
ক) প্রসন্নকুমার দাস
খ) সত্যসুন্দর দাস
গ) শ্যামাপ্রসাদ সেন
ঘ) অর্পণা চৌধুরী
Note : কবি ও সমালোচক মোহিতলাল মজুমদার বিভিন্ন সময়ে কয়েকটি ছদ্মনাম ব্যবহার করেছেন, যার মধ্যে 'সত্যসুন্দর দাস' অন্যতম। এই নামে তিনি বিভিন্ন প্রবন্ধ ও সমালোচনা লিখেছেন।
ক) যাযাবর
খ) অবধূত
গ) ভানুসিংহ
ঘ) হুতোম প্যাঁচা
Note : কালীপ্রসন্ন সিংহ উনিশ শতকের কলকাতার সমাজচিত্র নিয়ে 'হুতোম প্যাঁচার নকশা' নামে একটি বিখ্যাত ব্যঙ্গাত্মক গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থের লেখকের ছদ্মনাম ছিল 'হুতোম প্যাঁচা'। 'ভানুসিংহ' রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম।

জব সলুশন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার - পরিসংখ্যানবিদ (26-12-2025)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন