সার্ক সচিবালয় কোথায় অবস্থিত?
ক) ঢাকায়
খ) কলম্বোয়
গ) কাঠমান্ডুতে
ঘ) ইসলামাবাদে
বিস্তারিত ব্যাখ্যা:
সার্কের সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। এটি ১৯৮৭ সালের ১৬ জানুয়ারি উদ্বোধন করা হয়।
Related Questions
ক) South Asian Association for Regional Co-operation
খ) South Asian Alternative for Regional Co-operation
গ) South Asian Alternative for Regional Corporation
ঘ) South Asian Association for Regional Corporation
Note : SAARC-এর পূর্ণরূপ হলো 'South Asian Association for Regional Co-operation' (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা)। এটি দক্ষিণ এশিয়ার আটটি দেশের একটি আঞ্চলিক সংস্থা।
ক) Organization of Islamic Corporation
খ) Organization of Islamic Confederation
গ) Organization of Islamic Co-operation
ঘ) Organization of Islamic Community
Note : OIC-এর পূর্ণরূপ হলো 'Organization of Islamic Co-operation'। এটি বিশ্বের মুসলিম দেশগুলোর একটি আন্তর্জাতিক সংস্থা। সংস্থাটি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়।
ক) 170
খ) 171
গ) 175
ঘ) 180
Note :
১৯৭৫ সালে রামসার কনভেনশন চুক্তি কার্যকর হয়। ১৯৯২ সালে বাংলাদেশ এ চুক্তিতে সই করে। এখন পর্যন্ত ১৭১ দেশ চুক্তি অনুমোদন করেছে। ১৯৯৭ সাল থেকে ২ ফেব্রুয়ারি আইইউসিএন, ইউনেসকোসহ বিভিন্ন আন্তর্জাতিক, সরকারি ও বেসরকারি সংস্থার মাধ্যমে ১০০টিরও বেশি দেশের পরিবেশসচেতন নাগরিক বিশ্ব জলাভূমি দিবস পালন করছেন
ক) ১৯৯০ সাল
খ) ১৯৯১ সাল
গ) ১৯৯২ সাল
ঘ) ১৯৯৩ সাল
Note :
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। ১৯৭২ সালের জুনে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত মানব পরিবেশের উপর প্রথম জাতিসংঘ সম্মেলনে পরিবেশ বিষয়ে ব্যাপক আনােচনার সূত্রপাত ঘটে। এর প্রেক্ষিতে ১৯৯০ সাল থেকে প্রতিবছর ৫ জুন জাতিসংঘভুক্ত দেশগুলােতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।
ক) নাইট্রাস অক্সাইড
খ) কার্বন-ডাই-অক্সাইড
গ) অক্সিজেন
ঘ) মিথেন
Note : গ্রিনহাউস গ্যাসগুলো হলো পৃথিবীর বায়ুমণ্ডলের এমন কিছু গ্যাস যা তাপীয় অবলোহিত সীমার বিকিরণ শোষণ ও নির্গত করে। প্রধান গ্রিনহাউস গ্যাসগুলো হলো কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প ও ওজোন। অক্সিজেন গ্রিনহাউস গ্যাস নয়।
ক) ৭ জুলাই
খ) ৯ মার্চ
গ) ৫ জুন
ঘ) ২১ মে
Note : প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। ১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে এই দিনটি গৃহীত হয়।
জব সলুশন