E=MC² সূত্রটি কার?

ক) আইনস্টাইন
খ) নিউটন
গ) মাদামকুরি
ঘ) রাদারফোর্ড
বিস্তারিত ব্যাখ্যা:
E=mc² সূত্রটি বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের একটি অংশ, যা ভর-শক্তি সমতুল্যতা সূত্র নামে পরিচিত। এখানে E=শক্তি, m=ভর এবং c=আলোর গতি।

Related Questions

ক) ১৮০° সেলসিয়াম
খ) ১৮০০ ফারেনহাইট
গ) ১০০° সেলসিয়াস
ঘ) ১০০০ ফারেনহাইট
Note : সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ পানির স্ফুটনাঙ্ক হলো ১০০° সেলসিয়াস (100° C) বা ২১২° ফারেনহাইট (212° F)। এই তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হতে শুরু করে।
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
Note : ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে ৩টি দেশে অনুষ্ঠিত হবে: যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। এটিই প্রথম বিশ্বকাপ যা তিনটি দেশে আয়োজিত হবে এবং ৪৮টি দল অংশগ্রহণ করবে।
ক) 5
খ) 4
গ) 3
ঘ) 6
Note : বাংলাদেশে বর্তমানে ৩টি সমুদ্র বন্দর রয়েছে। এগুলো হলো: চট্টগ্রাম সমুদ্র বন্দর, মোংলা সমুদ্র বন্দর এবং পায়রা সমুদ্র বন্দর। এগুলোর মধ্যে চট্টগ্রাম প্রধান এবং ব্যস্ততম সমুদ্র বন্দর।
ক) Kazan
খ) Kiev
গ) Aden
ঘ) Crimea
Note : ইউক্রেনের রাজধানী ও বৃহত্তম শহরের নাম কিয়েভ (Kiev বা Kyiv)। এটি দেশের উত্তর-মধ্য অংশে ডিনিপার নদীর তীরে অবস্থিত। কাজান রাশিয়ার, এডেন ইয়েমেনের শহর এবং ক্রিমিয়া একটি উপদ্বীপ।
ক) মালয়েশিয়া
খ) জাপান
গ) ইন্দোনেশিয়া
ঘ) ফিনল্যান্ড
Note : ইন্দোনেশিয়াকে 'হাজারো দ্বীপের দেশ' বলা হয় কারণ এটি ১৭,০০০ এরও বেশি দ্বীপ নিয়ে গঠিত। ফিনল্যান্ডকে বলা হয় 'হাজারো হ্রদের দেশ'।
ক) 18
খ) 25
গ) 30
ঘ) 35
Note : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স ৩৫ বছর হতে হয়। এছাড়াও প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং সংসদ সদস্য হওয়ার যোগ্য হতে হবে।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন