নিচের কোনটি যোগরুঢ় শব্দ?

ক) পঙ্কজ
খ) তৈল
গ) মধুর
ঘ) নবাবী
বিস্তারিত ব্যাখ্যা:
যে শব্দ সমাস নিষ্পন্ন হয়ে কোনো নির্দিষ্ট বা বিশেষ অর্থ প্রকাশ করে, তাকে যোগরুঢ় শব্দ বলে। 'পঙ্কজ' এর ব্যুৎপত্তিগত অর্থ 'পঙ্কে জন্মে যা' (শৈবাল, শালুক ইত্যাদি), কিন্তু এটি শুধুমাত্র 'পদ্মফুল' অর্থেই ব্যবহৃত হয়। তাই 'পঙ্কজ' একটি যোগরুঢ় শব্দ।

Related Questions

ক) শিশু+ ষ্ণ
খ) শিশু+ষ্ণ্য
গ) শিশু+শব
ঘ) শৈ+শব
Note : 'শৈশব' শব্দটি 'শিশু' শব্দের সাথে 'ষ্ণ' (অ) প্রত্যয় যোগে গঠিত হয়েছে। প্রত্যয়টি যুক্ত হলে শব্দের আদিস্বরের বৃদ্ধি ঘটে ('ই' কার 'ঐ' কারে পরিণত হয়) এবং শেষের স্বর লোপ পায়। শিশু + ষ্ণ = শৈশব।
ক) সাৎ
খ) সা
গ) ষ্ণে
ঘ) ষ্ণিক
Note : বাংলা বানানের নিয়ম অনুযায়ী, 'সাৎ' প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য 'ষ' (ষ) ব্যবহৃত হয় না, দন্ত্য 'স' (স) ব্যবহৃত হয়। যেমন: অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি।
ক) বিশেষভাবে সংশোধন
খ) বিশেষভাবে পরিমার্জন
গ) বিশেষভাবে বিশ্লষণ
ঘ) বিশেষভাবে সংশ্লেষণ
Note : 'ব্যাকরণ' শব্দটিকে ভাঙলে পাওয়া যায় বি + আ + কৃ + অন। এখানে 'বি' ও 'আ' উপসর্গ এবং 'কৃ' ধাতুর অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ করা। সুতরাং, ব্যুৎপত্তিগতভাবে 'ব্যাকরণ' শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ।
ক) গুজরাটি
খ) তুর্কি
গ) পর্তুগীজ
ঘ) বার্মিজ
Note : 'হরতাল' শব্দটি গুজরাটি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত ব্রিটিশবিরোধী আন্দোলনে এই শব্দটি ব্যাপকভাবে পরিচিতি লাভ করে।
ক) যে নারীর কোন সন্তান হয় না
খ) যে নারী বীর সন্তান প্রসব করে
গ) যে নারীর সন্তান বাঁচে না
ঘ) যে মেয়ের বিয়ে হয়নি
Note : 'অনূঢ়া' শব্দটি দ্বারা অবিবাহিত বা যে মেয়ের এখনো বিয়ে হয়নি তাকে বোঝায়। 'অ' (নঞর্থক) + 'ঊঢ়া' (বিবাহিতা) = অনূঢ়া। এটি এক কথায় প্রকাশের একটি উদাহরণ।
ক) বিদ্বান
খ) গায়ক
গ) কোকিল
ঘ) দাদা
Note : 'বিদ্বান' একটি পুরুষবাচক শব্দ, যার স্ত্রীলিঙ্গ হলো 'বিদুষী'। এখানে সম্পূর্ণ ভিন্ন একটি শব্দ ব্যবহৃত হয়েছে। অন্যদিকে, 'গায়ক'-এর স্ত্রীলিঙ্গ 'গায়িকা', 'কোকিল'-এর 'কোকিলা' এবং 'দাদা'-র 'দিদি' প্রত্যয়যোগে বা সামান্য পরিবর্তনে গঠিত।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন