কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?
ক) ১৯৬৬ সাল থেকে
খ) ১৯৬৭ সাল থেকে
গ) ১৯৬৮ সাল থেকে
ঘ) ১৯৮৯ সাল থেকে
বিস্তারিত ব্যাখ্যা:
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB - Asian Development Bank) প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালের ১৯ ডিসেম্বর। প্রতিষ্ঠার পর ওই বছর থেকেই এর আনুষ্ঠানিক কার্যক্রম ও লেনদেন শুরু হয়।
Related Questions
ক) EU
খ) WTO
গ) NATO
ঘ) FIFA
Note : ইউরোপীয় ইউনিয়ন (EU - European Union) ২৭টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট। সদস্য দেশগুলোর অভিন্ন বাজার এবং মুদ্রা (ইউরো) এটিকে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ক) ইউনেস্কো
খ) অছি পরিষধ
গ) ইউএনডিপি
ঘ) নিরাপত্তা পরিষদ
Note : ইউএনডিপি (UNDP - United Nations Development Programme) হলো জাতিসংঘের একটি সংস্থা যা বিশ্বজুড়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডের সমন্বয় করে। এটি মূলত দারিদ্র্য দূরীকরণ এবং স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নে সহায়তা করে থাকে।
ক) টোকিও
খ) প্যারিস
গ) নিউইয়র্ক
ঘ) ভিয়েনা
Note : UNIDO (United Nations Industrial Development Organization) হলো জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা শিল্পোন্নয়নের জন্য কাজ করে। এর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
ক) UNDP
খ) UNHCR
গ) UNCTAD
ঘ) UNFPA
Note : জাতিসংঘের শরণার্থী সংস্থা হলো UNHCR (United Nations High Commissioner for Refugees)। এই সংস্থাটি বিশ্বজুড়ে শরণার্থী, বাস্তুচ্যুত ও রাষ্ট্রহীন মানুষদের সুরক্ষা এবং সহায়তার জন্য কাজ করে, যার মধ্যে রোহিঙ্গারাও অন্তর্ভুক্ত।
ক) Organization of Islamic Corporation
খ) Organization of Islamic Confederation
গ) Organization of Islamic Co-operation
ঘ) Organization of Islamic Community
Note : ওআইসি (OIC) মুসলিম বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা। এর পূর্ণরূপ হলো Organisation of Islamic Co-operation, যা ৫৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নিয়ে গঠিত।
ক) South Asian Association for Regional Co-operation
খ) South Asian Alternative for Regional Co-operation
গ) South Asian Alternative for Regional Corporation
ঘ) South Asian Association for Regional Corporation
Note : SAARC হলো দক্ষিণ এশিয়ার আটটি দেশের একটি আঞ্চলিক জোট, যার পূর্ণরূপ South Asian Association for Regional Co-operation।
জব সলুশন