মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর বাড়ি কোন জেলায় ছিল?
ক) বরিশাল
খ) সিলেট
গ) চট্টগ্রাম
ঘ) দিনাজপুর
বিস্তারিত ব্যাখ্যা:
জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানী, যিনি 'বঙ্গবীর' নামে পরিচিত, তার পৈতৃক নিবাস ছিল সিলেট জেলায়।
Related Questions
ক) সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ
খ) সুলতান আলাউদ্দিন হোসেন শাহ
গ) সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ
ঘ) সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ
Note : বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা ১৩৪৬ সালে বাংলায় আসেন। সেই সময় বাংলার সুলতান ছিলেন সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ।
ক) তাম্রলিপ্ত
খ) চন্দ্রকেতুগড়
গ) গঙ্গারিডাই
ঘ) সমন্দর
Note : তাম্রলিপ্ত ছিল প্রাচীন বাংলার সবচেয়ে বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর। এটি বর্তমান পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় অবস্থিত ছিল বলে ধারণা করা হয়।
ক) চিনি
খ) নিয়ন
গ) লবণ
ঘ) পানি
Note : মৌলিক পদার্থ হলো সেই পদার্থ যাকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করে অন্য কোনো সরল পদার্থে পরিণত করা যায় না। নিয়ন (Ne) একটি নিষ্ক্রিয় গ্যাস এবং একটি মৌলিক পদার্থ। চিনি, লবণ ও পানি হলো যৌগিক পদার্থ।
ক) বুধ
খ) বৃহস্পতি
গ) মঙ্গল
ঘ) শক্র
Note : বৃহস্পতি (Jupiter) হলো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। এর ব্যাস পৃথিবীর ব্যাসের প্রায় ১১ গুণ এবং এর ভর সৌরজগতের অন্য সকল গ্রহের সম্মিলিত ভরের চেয়েও বেশি।
ক) জলবায়ু
খ) আর্দ্রতা
গ) বৃষ্টিপাত
ঘ) বায়ুচাপ
Note : বায়ুচাপের পরিবর্তন আবহাওয়ার পূর্বাভাসে একটি গুরুত্বপূর্ণ সূচক। উচ্চচাপ সাধারণত পরিষ্কার ও শুষ্ক আবহাওয়া নির্দেশ করে, অন্যদিকে নিম্নচাপ মেঘ, বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দেয়।
ক) ১৯৯০ সালে
খ) ১৯৯১ সালে
গ) ১৯৯২ সালে
ঘ) ১৯৯৩ সালে
Note : বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ ১৯৯০ সালের ৪ঠা আগস্ট ঢাকার গুলশানে চালু হয়।
জব সলুশন