বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের কবর কোন জেলায়-
ক) নাটোর
খ) চাঁপাইনবাবগঞ্জ
গ) জয়পুরহাট
ঘ) নওগাঁ
বিস্তারিত ব্যাখ্যা:
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ৭ ডিসেম্বর ১৯৭১ সালে চাঁপাইনবাবগঞ্জকে শত্রুমুক্ত করার এক অভিযানে শহীদ হন। তাঁর কবর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে অবস্থিত।
Related Questions
ক) কুতুবদিয়া
খ) সোনাদিয়া
গ) পূর্বাশা
ঘ) কোনটিই নয়
Note : দক্ষিণ তালপট্টি দ্বীপটি বাংলাদেশ-ভারত সীমান্তে অবস্থিত একটি দ্বীপ ছিল, যা বর্তমানে সমুদ্রগর্ভে বিলীন। ভারত দ্বীপটিকে 'পূর্বাশা' বা 'নিউ মুর' নামে অভিহিত করত।
ক) ০ ডিগ্রি সেন্টিগ্রেড
খ) ১০ ডিগ্রি সেন্টিগ্রেড
গ) ৪ ডিগ্রি সেন্টিগ্রেড
ঘ) ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড
Note : পানির একটি বিশেষ ধর্ম হলো এর ব্যতিক্রান্ত প্রসারণ। ৪ ডিগ্রি সেন্টিগ্রেড (সঠিকভাবে ৩.৯৮ °C) তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। তাপমাত্রা এর চেয়ে কম বা বেশি হলে ঘনত্ব কমতে থাকে।
ক) এটি মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম
খ) এটি Open source অপারেটিং সিস্টেম
গ) ক এবং খ উভয়ই সত্য
ঘ) কোনোটিই সত্য নয়
Note : Windows একটি মাল্টি-টাস্কিং অপারেটিং সিস্টেম, কারণ এটি একই সাথে একাধিক প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন চালাতে পারে। তবে এটি Open Source নয়, এটি মাইক্রোসফটের একটি মালিকানাধীন (proprietary) সফটওয়্যার। তাই শুধুমাত্র প্রথম তথ্যটি সঠিক।
ক) বৈরুত
খ) রিয়াদ
গ) আম্মাম
ঘ) কায়রো
Note : লেবানন মধ্যপ্রাচ্যের একটি দেশ এবং এর রাজধানীর নাম বৈরুত (Beirut)। রিয়াদ সৌদি আরবের, আম্মান জর্ডানের এবং কায়রো মিশরের রাজধানী।
ক) IDA
খ) IFC
গ) IMF
ঘ) ILO
Note : আন্তর্জাতিক শ্রম সংস্থার (International Labour Organization) দাপ্তরিক সংক্ষিপ্ত রূপ হলো ILO।
ক) তারামন বিবি
খ) জাহানারা ইমাম
গ) ক্যাপ্টেন সেতারা বেগম
ঘ) পাইলট ফারিয়া লারা
Note : মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার দুই জন নারীকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে। এঁদের মধ্যে ক্যাপ্টেন ডা. সেতারা বেগম প্রথম নারী হিসেবে এই খেতাব পান।
জব সলুশন