নিচের কোনটি সরলরেখার সমীকরণ নির্দেশ করে?
ক) x²+2y+5=0
খ) x²+2y²+5=0
গ) x+2y+5=0
ঘ) 2xy+5=0
বিস্তারিত ব্যাখ্যা:
সরলরেখার সাধারণ সমীকরণ হলো ax + by + c = 0, যেখানে x এবং y এর ঘাত (power) ১ থাকে। প্রদত্ত অপশনগুলোর মধ্যে শুধুমাত্র x + 2y + 5 = 0 এই সমীকরণটিতে x ও y এর ঘাত ১। তাই এটি একটি সরলরেখার সমীকরণ।
Related Questions
ক) টাওয়ার ব্রিজ, লন্ডন
খ) সিডনি হারবার ব্রিজ, অস্ট্রেলিয়া
গ) ব্রুকলিন ব্রিজ, নিউ ইয়র্ক
ঘ) গেটওয়ে অব ইন্ডিয়া, মুম্বাই
Note : ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে 'মার্চ ফর হিউম্যানিটি' নামক একটি বড় আকারের কর্মসূচি অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজে অনুষ্ঠিত হয়।
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
খ) মানিক মিয়া অ্যাভিনিউ
গ) জাতীয় প্রেস ক্লাব
ঘ) শহীদ মিনার
Note : ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে 'জুলাই ঘোষণাপত্র' পাঠ করেন।
ক) নতুন বাংলার যোদ্ধা
খ) জাতীয় বীর
গ) জাতীয় নায়ক
ঘ) রাষ্ট্রীয় সম্মানীপ্রাপ্ত
Note : বাংলাদেশের ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে ঘোষণা করা হয়েছে যে, এই আন্দোলনে নিহতদের 'জাতীয় বীর' হিসেবে মর্যাদা দেওয়া হবে।
ক) তানভীর আহমেদ
খ) খিজির হায়াত খান
গ) মাশরুর রশিদ
ঘ) সুমন চক্রবর্তী
Note : '৭১+২৪ = বাংলাদেশ ২.০' হলো বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর নির্মাতা খিজির হায়াত খান।
ক) চীন
খ) জাপান
গ) ইতালি
ঘ) যুক্তরাষ্ট্র
Note : ইতালি সম্প্রতি সিসিলি দ্বীপকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করার জন্য বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু, মেসিনা স্ট্রেইট ব্রিজ, নির্মাণের পরিকল্পনা পুনরায় শুরু করেছে।
ক) ৫০ জন
খ) ৭৫ জন
গ) ১০০ জন
ঘ) ১৫০ জন
Note : জুলাই কন্যা অ্যাওয়ার্ড-২০২৫' ১০০ জন নারীকে প্রদান করা হয়েছে।
জব সলুশন