পিতা ও পুত্রের বয়সের গড় ৪০ বছর এবং মাতা ও ঐ পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স ৫০ বছর হলে, পিতার বয়স কত?
ক) ৫০ বছর
খ) ৬০ বছর
গ) ৪০ বছর
ঘ) ৩৫ বছর
বিস্তারিত ব্যাখ্যা:
সমাধান: পিতা ও পুত্রের মোট বয়স = (৪০×২) = ৮০ বছর। মাতা ও পুত্রের মোট বয়স = (৩৫×২) = ৭০ বছর। যেহেতু মাতার বয়স ৫০ বছর, তাই পুত্রের বয়স = (৭০-৫০) = ২০ বছর। সুতরাং, পিতার বয়স হবে (৮০-২০) = ৬০ বছর।
Related Questions
ক) ৪০ ডিগ্রি
খ) ৪২.৫ ডিগ্রি
গ) ৪৭.৫ ডিগ্রি
ঘ) ৫০ ডিগ্রি
Note : সমকোণী ত্রিভুজের একটি কোণ ৯০°। অপর সূক্ষ্মকোণ দুটির যোগফল ৯০°। ধরি, একটি কোণ x, অন্যটি x+৫। প্রশ্নমতে, x + (x+৫) = ৯০ => 2x = ৮৫ => x = ৪২.৫। ক্ষুদ্রতম কোণটি ৪২.৫°।
ক) 8
খ) 10
গ) 12
ঘ) 9
Note : ১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো: ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯। মোট সংখ্যা ১০টি। মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাকে ১ এবং সেই সংখ্যা ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না।
ক) Donne
খ) Tennyson
গ) Coleridge
ঘ) Shelley
Note : এই বিখ্যাত আশাবাদী লাইনটি রোমান্টিক কবি Percy Bysshe Shelley (পি. বি. শেলি)-র 'Ode to the West Wind' কবিতা থেকে নেওয়া হয়েছে।
ক) Disraeli
খ) Emerson
গ) Gladstone
ঘ) Shakespeare
Note : 'বিচারে বিলম্ব মানে বিচার অস্বীকার করা'—এই বিখ্যাত উক্তিটি ব্রিটিশ প্রধানমন্ত্রী William Ewart Gladstone-এর। এটি বিশ্বজুড়ে বিচার ব্যবস্থার একটি মূলনীতি হিসেবে স্বীকৃত।
ক) If you come, I go.
খ) If you will come, I will go
গ) If you come, I will go
ঘ) If you came, I would go
Note : If + Present Indefinite, Future Indefinite। সুতরাং 'If you come, I will go' সঠিক বাক্য।
ক) Pious man is happy.
খ) Pious are happy.
গ) The pious are happy.
ঘ) Piouses are the happy.
Note : Adjective-এর আগে 'the' বসালে তা plural common noun-এর কাজ করে এবং একটি নির্দিষ্ট শ্রেণিকে বোঝায়। 'The pious' মানে 'ধার্মিক লোকেরা'। তাই এরপর plural verb 'are' বসে।
জব সলুশন