ইন্দ্রকে জয় করেন যিনি- এক কথায় কী হবে?
ক) ইন্দ্ৰজিৎ
খ) শত্রুজিৎ
গ) পরঞ্জয়
ঘ) দুর্জয়
বিস্তারিত ব্যাখ্যা:
যিনি ইন্দ্রকে জয় করেছেন, তাকে এককথায় 'ইন্দ্ৰজিৎ' বলা হয়। রামায়ণে রাবণের পুত্র মেঘনাদ ইন্দ্রকে জয় করেছিলেন বলে তার আরেক নাম ছিল ইন্দ্রজিৎ।
Related Questions
ক) বিপরীতার্থক
খ) সমার্থক
গ) মিলনার্থক
ঘ) বিরোধার্থক
Note : 'জ্বিন-পরী' শব্দ দুটি ভিন্ন হলেও প্রায় সমজাতীয় বা কাছাকাছি অর্থ প্রকাশ করে এবং এদের মধ্যে একটি ধ্বনিগত মিল রয়েছে। এই ধরনের শব্দযোগে গঠিত শব্দকে মিলনার্থক শব্দযোগ বলে।
ক) করণে ৭মী
খ) কর্মে ৭মী
গ) অধিকরণে ৭মী
ঘ) অপাদানে ৭মী
Note : ক্রিয়াকে 'কাকে' বা 'কী' দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা কর্মকারক। এখানে 'কাকে জিজ্ঞাসিব?'— উত্তর 'জনে জনে'। ক্রিয়াটি একাধিক ব্যক্তিকে বোঝাচ্ছে (বীপ্সা)। 'এ', 'য়', 'তে' ইত্যাদি ৭মী বিভক্তির চিহ্ন। তাই 'জনে জনে' হলো কর্ম কারকে ৭মী বিভক্তি।
ক) মৃগরাজ
খ) মৃগেন্দ্র
গ) গজ
ঘ) অর্ণব
Note : ঐরাবত' হলো পৌরাণিক কাহিনীতে দেবরাজ ইন্দ্রের বাহন শ্বেতহস্তী বা সাদা হাতি। 'গজ' শব্দের অর্থ হাতি। তাই 'গজ' হলো ঐরাবতের সমার্থক শব্দ। 'মৃগরাজ' বা 'মৃগেন্দ্র' অর্থ সিংহ এবং 'অর্ণব' অর্থ সাগর।
ক) সওগাত
খ) মোহাম্মদী
গ) সমকাল
ঘ) শিখা
Note : 'মুসলিম সাহিত্য-সমাজ' এর মুখপত্র হিসেবে 'শিখা' পত্রিকাটি প্রকাশিত হতো। এই পত্রিকার স্লোগান বা মোটো ছিল 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব'।
ক) কাজী নজরুল ইসলাম
খ) দ্বিজেন্দ্রলাল রায়
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) অতুল প্রসাদ সেন
Note : বঙ্গ আমার, জননী আমার, আমার দেশ' গানটি একটি বিখ্যাত দেশাত্মবোধক গান। এর রচয়িতা নাট্যকার ও সংগীতস্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায় (ডি. এল. রায়)।
ক) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
খ) ঊনপঞ্চাশের মন্বন্তর
গ) বায়ান্নর ভাষা আন্দোলন
ঘ) একাত্তরের মুক্তিযুদ্ধ
Note : নূরুল মোমেনের বিখ্যাত নাটক 'নেমেসিস'। এই নাটকের মূল উপজীব্য বিষয় হলো ১৯৪৩ সালের (বাংলা ১৩৫০) ভয়াবহ দুর্ভিক্ষ, যা 'পঞ্চাশের মন্বন্তর' নামে পরিচিত।
জব সলুশন