He can make you do this' এর সঠিক বঙ্গানুবাদ?
ক) সে তোমার জন্য এটি করতে পারবে
খ) সে তোমাকে দিয়ে এটি করাতে পারবে
গ) সে ও তুমি এটি করতে পাবে
ঘ) সে তোমার জন্য এটি করতে পাবে
বিস্তারিত ব্যাখ্যা:
'Make someone do something' কাঠামোর অর্থ হলো 'কাউকে দিয়ে কোনো কাজ করানো'। সুতরাং, বাক্যটির সঠিক বঙ্গানুবাদ হলো 'সে তোমাকে দিয়ে এটি করাতে পারবে'।
Related Questions
ক) In
খ) To
গ) On
ঘ) Towards
Note : কোনো স্থানের অবস্থান অন্য একটি স্থানের সাপেক্ষে দিক (পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ) দিয়ে বোঝাতে 'to' preposition ব্যবহৃত হয়। যেমন, 'Japan is to the east of India' (জাপান ভারতের পূর্বে অবস্থিত)।
ক) chief
খ) half
গ) round
ঘ) small
Note : ইংরেজিতে '-let' একটি diminutive suffix, অর্থাৎ এটি কোনো কিছুকে আকারে 'ছোট' বোঝাতে ব্যবহৃত হয়। যেমন, 'booklet' অর্থ 'ছোট বই' বা পুস্তিকা।
ক) Forgetful
খ) Forgetfull
গ) Forgotfull
ঘ) Forgotful
Note : 'ভুলে যায় এমন' বা 'ভুলোমনা' অর্থে ব্যবহৃত adjective-টির সঠিক বানান হলো 'Forgetful'। শব্দটির শেষে একটি 'l' হয়, দুটি নয়।
ক) did
খ) does
গ) deed
ঘ) daged
Note : 'do' একটি verb, যার অর্থ 'করা'। এর noun form বা বিশেষ্য রূপ হলো 'deed', যার অর্থ 'কাজ' বা 'কর্ম'। 'Did' এবং 'does' হলো 'do' verb-এর দুটি ভিন্ন রূপ।
ক) Ha !
খ) Hush !
গ) Bravo !
ঘ) Hurrah !
Note : Approval' বা অনুমোদন/প্রশংসা প্রকাশ করার জন্য 'Bravo!' interjection-টি ব্যবহৃত হয়। 'Hurrah!' আনন্দ প্রকাশ করে এবং 'Hush!' চুপ করতে বলার জন্য ব্যবহৃত হয়।
ক) upon
খ) from
গ) of
ঘ) off
Note : কোনো কিছুর উপর থেকে বিচ্ছিন্ন হওয়া বা পড়ে যাওয়া বোঝাতে 'off' preposition-টি ব্যবহৃত হয়। বাইক, ঘোড়া বা সিঁড়ি থেকে পড়ে যাওয়ার ক্ষেত্রে 'fall off' একটি উপযুক্ত phrase। তাই এখানে 'off' সঠিক উত্তর।
জব সলুশন