বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি?
ক) নাটোরের লালপুর
খ) পাবনার ঈশ্বরদী
গ) রাজশাহী শহর
ঘ) যশোর শহর
বিস্তারিত ব্যাখ্যা:
বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানের তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড করা হলেও, সাধারণভাবে নাটোরের লালপুর উপজেলাকে বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান হিসেবে বিবেচনা করা হয়। এখানে প্রায়ই দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়।
Related Questions
ক) পরিবহন
খ) পরিচালন
গ) বিকিরণ
ঘ) সঞ্চালন
Note : তাপ সঞ্চালনের তিনটি পদ্ধতি হলো পরিবহন, পরিচলন ও বিকিরণ। পরিবহন ও পরিচলন পদ্ধতির জন্য মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু বিকিরণ পদ্ধতিতে কোনো মাধ্যম ছাড়াই তাপ সঞ্চালিত হতে পারে। সূর্য থেকে পৃথিবীতে তাপ এভাবেই আসে।
ক) সেন্টমার্টিন
খ) রাঙ্গাবালি
গ) চর আলেকজান্ডার
ঘ) ছেড়াদ্বীপ
Note : অলিভ রিডলি টার্টল' বা জলপাইরঙা সামুদ্রিক কাছিম বিপন্ন প্রজাতির একটি প্রাণী। বাংলাদেশের সেন্ট মার্টিন'স দ্বীপে এদের ডিম পাড়তে দেখা যায়, যা তাদের অন্যতম প্রজনন ক্ষেত্র।
ক) খাগড়াছড়ি
খ) বান্দরবান
গ) রাঙ্গামাটি
ঘ) কুমিল্লা
Note : রাঙ্গামাটি জেলার পূর্বে ভারতের মিজোরাম রাজ্য এবং উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য ও পূর্বে মায়ানমারের চিন প্রদেশ অবস্থিত। ফলে, রাঙ্গামাটি জেলা ভারত ও মিয়ানমার—এই দুটি দেশের সীমানা দ্বারা বেষ্টিত।
ক) মৌলিক অধিকার
খ) এককেন্দ্রিক রাষ্ট্র
গ) সংসদীয় সরকার
ঘ) সীমিত ভোটাধিকার
Note : ১৯৭২ সালের সংবিধানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদকে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়। এতে মৌলিক অধিকার, এককেন্দ্রিক রাষ্ট্র এবং সংসদীয় সরকার পদ্ধতির কথা বলা হয়েছে। তবে ভোটাধিকার ছিল সর্বজনীন, সীমিত নয়।
ক) জন ক্লার্ক মার্শাল
খ) জন ক্লার্ক মার্শম্যান
গ) উইলিয়াম কেরী
ঘ) জন আব্রাহাম গ্রিয়ারসহ
Note : 'সমাচার দর্পণ' ছিল প্রথম বাংলা সংবাদপত্র, যা ১৮১৮ সালে শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন থেকে প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান।
ক) খোদাই পাথর ভিটা
খ) বৈরাগীর ভিটা
গ) পরশুরামের প্রাসাদ
ঘ) গোকুল মেধ
Note : বৈরাগীর ভিটা' বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থান। এখানকার স্থাপত্যশৈলী ও প্রাপ্ত নিদর্শনাবলী বিশ্লেষণ করে প্রত্নতাত্ত্বিকরা এটিকে পাল শাসনামলের বলে মনে করেন।
জব সলুশন