ঢাকার বিখ্যাত তারা মসজিদ নির্মাণ করেন?
ক) নবাব সলিমুল্লাহ
খ) শায়েস্তা খান
গ) মির্জা আহমেদ জান
ঘ) আবুল হাসনাত
বিস্তারিত ব্যাখ্যা:
ঢাকার আরমানিটোলায় অবস্থিত বিখ্যাত তারা মসজিদটি আঠারো শতকের শেষের দিকে জমিদার মির্জা গোলাম পীরের পুত্র মির্জা আহমেদ জান নির্মাণ করেন। পরবর্তীতে ১৯২৬ সালে ঢাকার ব্যবসায়ী আলী জান ব্যাপারী মসজিদটির সংস্কার ও তারা খচিত করেন।
Related Questions
ক) হাওড়
খ) বরেন্দ্র
গ) পাহাড়ি
ঘ) উপকূল
Note : 'ঘেটু গান' বা 'ঘাডু গান' বাংলাদেশের হাওড় অঞ্চলের, বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের একটি লোকসংগীতের ধারা। এটি সাধারণত গ্রামের সাধারণ মানুষের বিনোদনের জন্য পরিবেশন করা হয়।
ক) পাহাড়ি ভূমি
খ) বনভূমি
গ) সমতল ভূমি
ঘ) মালভূমি
Note : বাংলাদেশ মূলত একটি নদীমাতৃক দেশ এবং এটি পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ। এর অধিকাংশ এলাকাই নদীবাহিত পলি দ্বারা গঠিত প্লাবন সমভূমি। তাই বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলের ভূপ্রকৃতি সমতল।
ক) ৫৭ জন
খ) ৬০ জন
গ) ৬২ জন
ঘ) ৬৫ জন
Note : বাংলাদেশের সংবিধানের ৭৫(২) অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় সংসদের অধিবেশন চলার জন্য ন্যূনতম ৬০ জন সদস্যের উপস্থিতি প্রয়োজন। এই ন্যূনতম সংখ্যাকে 'কোরাম' বলা হয়।
ক) ২০ মে, ২০২৫
খ) ১৮ মে, ২০২৫
গ) ১৯ মে, ২০২৫
ঘ) ১৫ মে, ২০২৫
Note :
স্টারলিংক বাংলাদেশে ১৮ জুলাই ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
ক) ২ সেপ্টেম্বর, ১৯৮৩
খ) ২ অক্টোবর, ১৯৮৩
গ) ২ নভেম্বর, ১৯৮৩
ঘ) ২ ডিসেম্বর, ১৯৮৩
Note : গ্রামীণ ব্যাংক একটি ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা যা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠা করেন। এটি একটি অধ্যাদেশের মাধ্যমে ১৯৮৩ সালের ২রা অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
ক) নারিকেল জিঞ্জিরা
খ) ছেড়া দ্বীপ
গ) নিঝুম দ্বীপ
ঘ) সাংখ্যায়ন চিরি
Note : সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। প্রচুর নারিকেল বা নারকেল গাছ থাকায় স্থানীয়ভাবে এই দ্বীপকে 'নারিকেল জিঞ্জিরা' বলা হয়। 'ছেঁড়া দ্বীপ' সেন্টমার্টিনের একটি অংশ যা জোয়ারের সময় মূল দ্বীপ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
জব সলুশন