কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত?
ক) নাউরু
খ) কেনিয়া
গ) কিউবা
ঘ) গায়ানা
বিস্তারিত ব্যাখ্যা:
ওশেনিয়া হলো একটি মহাদেশ যা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং প্রশান্ত মহাসাগরের হাজারো দ্বীপ নিয়ে গঠিত। নাউরু হলো ওশেনিয়া অঞ্চলের একটি ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র। কেনিয়া আফ্রিকা, কিউবা উত্তর আমেরিকা এবং গায়ানা দক্ষিণ আমেরিকার দেশ।
Related Questions
ক) CO
খ) CO₂
গ) NO₂
ঘ) NH₃
Note : বায়ু দূষণের জন্য অনেক গ্যাস দায়ী, তবে কার্বন মনোক্সাইড (CO) একটি প্রধান দূষক। এটি অসম্পূর্ণ দহনের ফলে উৎপন্ন হয় এবং মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। CO₂, NO₂, NH₃ ও দূষক, তবে বিষাক্ততার দিক থেকে CO কে প্রধান হিসেবে গণ্য করা হয়।
ক) ১৮ মিটার
খ) ১৮.২৮ মিটার
গ) ১৯ মিটার
ঘ) ১৮.১০ মিটার
Note : পদ্মা বহুমুখী সেতুর মূল অংশের প্রস্থ হলো ১৮.১০ মিটার। এই সেতুটি চার লেন বিশিষ্ট এবং এর মাঝখানে সিঙ্গেল লাইন রেলপথ রয়েছে।
ক) উত্তর ভারতে
খ) দক্ষিণ ভারতে
গ) মধ্য ভারতে
ঘ) বাংলায়
Note : ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ১৮৫১ সালে কলকাতায় (তৎকালীন বাংলা) প্রতিষ্ঠিত হয়। এটি ছিল তৎকালীন ভারতের অন্যতম প্রধান রাজনৈতিক সংগঠন, যা জমিদারদের স্বার্থ রক্ষার পাশাপাশি ভারতীয়দের রাজনৈতিক অধিকার আদায়েও ভূমিকা রাখে।
ক) ১১৮ নং
খ) ১২৮ নং
গ) ১০৮ নং
ঘ) ১৩১ নং
Note : বাংলাদেশ সংবিধানের ১১৮ নং অনুচ্ছেদে একটি স্বতন্ত্র ও স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে।
ক) ১৯৭৮ সালে
খ) ১৯৭১ সালে
গ) ১৯৭২ সালে
ঘ) ১৯৭৩ সালে
Note : বাংলাদেশ বিমান, দেশের জাতীয় বিমান সংস্থা, ১৯৭২ সালের ৪ঠা মার্চ ঢাকা-লন্ডন রুটে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করার মাধ্যমে এর আন্তর্জাতিক যাত্রা শুরু করে।
ক) নোয়াখালী
খ) ভোলা
গ) বরিশাল
ঘ) বরগুনা
Note : মনপুরা দ্বীপ বাংলাদেশের ভোলা জেলার অন্তর্গত একটি দ্বীপ। এটি মেঘনা নদীর মোহনায় অবস্থিত এবং এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত।
জব সলুশন