প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি যুক্তরাষ্ট্রের কোন জাহাজ ডুবিয়ে দেয়?

ক) আরোরা
খ) লুসিতানিয়া
গ) ব্যাটলশিপ পটেমকিন
ঘ) ক্যান্টন
বিস্তারিত ব্যাখ্যা:
১৯১৫ সালে জার্মান সাবমেরিন (ইউ-বোট) ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ 'লুসিতানিয়া'কে ডুবিয়ে দেয়। এই জাহাজে অনেক আমেরিকান যাত্রী থাকায় এই ঘটনাটি যুক্তরাষ্ট্রকে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিতে প্রভাবিত করেছিল।

Related Questions

ক) কোরিয়া
খ) অস্ট্রেলিয়া
গ) ইংল্যান্ড
ঘ) ফিজি
Note : দ্বীপ রাষ্ট্র হলো এমন দেশ যা এক বা একাধিক দ্বীপ নিয়ে গঠিত এবং যার কোনো মূল ভূখণ্ডের সাথে সংযোগ নেই। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড (যুক্তরাজ্যের অংশ) এবং ফিজি দ্বীপ রাষ্ট্র। কোরিয়া একটি উপদ্বীপ, যা এশিয়া মহাদেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত।
ক) পোয়ের্তোরিকো
খ) সুন্দা ট্রেন্স
গ) আর্কটিক ট্রেন্স
ঘ) মারিয়ানা ট্রেন্স
Note : প্রশান্ত মহাসাগরের এবং পৃথিবীর গভীরতম স্থানের নাম হলো মারিয়ানা ট্রেঞ্চ (Mariana Trench)। এর গভীরতম বিন্দু 'চැලেন্জার ডীপ' এর গভীরতা প্রায় ১১,০০০ মিটার।
ক) আইজ্যাক নিউটন
খ) আইজ্যাক আশিমো
গ) গ্যালিলিও
ঘ) অ্যারিস্টোটল
Note : বিখ্যাত বিজ্ঞান কল্পকাহিনি লেখক আইজ্যাক আসিমভ (Isaac Asimov) তাঁর ছোটগল্প 'Liar!'-এ ১৯৪১ সালে সর্বপ্রথম 'Robotics' শব্দটি ব্যবহার করেন। তিনি রোবটিক্সের তিনটি বিখ্যাত সূত্রেরও প্রবর্তক।
ক) 1995
খ) 1997
গ) 1998
ঘ) 1999
Note : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা UNDP ১৯৯৭ সালে প্রকাশিত তাদের একটি রিপোর্টে সুশাসনের একটি কার্যকরী সংজ্ঞা এবং এর বিভিন্ন সূচক (যেমন: স্বচ্ছতা, জবাবদিহিতা, অংশগ্রহণ) প্রবর্তন করে, যা বিশ্বব্যাপী ব্যাপকভাবে গৃহীত হয়।
ক) ভাল ও মন্দ
খ) ন্যায় ও অন্যায়
গ) নৈতিকতা ও অনৈতিকতা
ঘ) উপরের সবগুলো
Note : মূল্যবোধ হলো একটি সামাজিক মানদণ্ড যা ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, ঠিক-বেঠিক, নৈতিকতা-অনৈতিকতা ইত্যাদি বিষয় বিচার করতে সাহায্য করে। এটি ব্যক্তির আচরণ ও সিদ্ধান্তকে প্রভাবিত করে। সুতরাং, উপরের সবগুলোই মূল্যবোধ দ্বারা পরীক্ষিত হয়।
ক) ১৯৯০ সাল
খ) ১৯৯০ সাল
গ) ১৯৯২ সাল
ঘ) ১৯৯৩ সাল
Note :

-৫ জুন বিশ্ব পরিবেশ দিবস।
- ১৯৭২ সালের জুনে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত মানব পরিবেশের উপর প্রথম জাতিসংঘ সম্মেলনে পরিবেশ বিষয়ে ব্যাপক আনােচনার সূত্রপাত ঘটে।
- এর প্রেক্ষিতে ১৯৯০ সাল থেকে প্রতিবছর ৫ জুন জাতিসংঘভুক্ত দেশগুলােতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন