কল্লোল' পত্রিকার প্রকাশসাল কত?
ক) 1923
খ) 1922
গ) 1925
ঘ) 1921
বিস্তারিত ব্যাখ্যা:
কল্লোল' পত্রিকাটি বাংলা সাহিত্যের আধুনিক ধারার অন্যতম চালিকাশক্তি ছিল। এটি দীনেশরঞ্জন দাশ ও গোকুলচন্দ্র নাগ কর্তৃক ১৯২৩ সালে প্রথম প্রকাশিত হয়।
Related Questions
ক) চণ্ডীমঙ্গল
খ) মুসলমানমঙ্গল
গ) কালিকামঙ্গল
ঘ) বাঙলীমঙ্গল
Note : চণ্ডীমঙ্গল, কালিকামঙ্গল (বিদ্যাসুন্দর), অন্নদামঙ্গল ইত্যাদি হিন্দু দেব-দেবী কেন্দ্রিক মঙ্গলকাব্য। কিন্তু 'মুসলমানমঙ্গল' বা 'বাঙালীমঙ্গল' নামে কোনো মঙ্গলকাব্য ধারা সাহিত্যে প্রচলিত নয়।
ক) অকাজে সময় নষ্ট করা
খ) কঠোর পরিশ্রম করা
গ) সর্বদ্বাস্ত করা
ঘ) নিস্ফল পরিশ্রম করা
Note : ভূতের বেগার খাটা' বাগধারাটির অর্থ হলো এমন পরিশ্রম করা যার কোনো পারিশ্রমিক বা স্বীকৃতি মেলে না, অর্থাৎ বৃথা বা নিষ্ফল পরিশ্রম করা।
ক) এমন দিনে তারে বলা যায় না।
খ) এমন দিনে তারে যায় না বলা
গ) এমন দিনে তারে বলা যায় কি?
ঘ) এমন দিনে তারে না বলে পারা যায় না
Note : বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে নেতিবাচক রূপান্তর করতে হলে এমনভাবে করতে হয় যেন মূল ভাবটি ঠিক থাকে। 'এমন দিনে তারে বলা যায়' এর অর্থ হলো বলার ইচ্ছা বা আকাঙ্ক্ষা তীব্র। 'এমন দিনে তারে না বলে পারা যায় না' বাক্যটিও একই অর্থ প্রকাশ করে, কিন্তু এটি নেতিবাচক।
ক) যৌবনসূর্য
খ) অরুণরাঙা
গ) বিলাত ফেরত
ঘ) বাহুলতা
Note : উপমান কর্মধারয় সমাসে উপমান (তুলনীয় বস্তু) পদের সাথে সাধারণ ধর্মবাচক পদের সমাস হয়। 'অরুণরাঙা' এর ব্যাসবাক্য 'অরুণের ন্যায় রাঙা'। এখানে 'অরুণ' উপমান এবং 'রাঙা' সাধারণ ধর্ম। তাই এটি উপমান কর্মধারয় সমাস।
ক) ছেলেটি দুর্দান্ত মেধাবী
খ) সূর্য উদয় হয়েছে
গ) দৈন্য প্রশংসনীয় নয়
ঘ) সকল ছাত্ররা উপস্থিত আছে
Note : দৈন্য' একটি বিশেষ্য পদ যার অর্থ দীনতা, এটি নিজেই একটি অবস্থা বোঝায়, তাই 'দৈন্যতা' ভুল। 'দৈন্য প্রশংসনীয় নয়' বাক্যটি ব্যাকরণগতভাবে শুদ্ধ। 'সূর্য উদয় হয়েছে' সঠিক রূপ। 'দুর্দান্ত' শব্দের ব্যবহার এখানে ভুল। 'সকল ছাত্র' অথবা 'ছাত্ররা' হবে, বাহুল্য দোষ।
ক) সংলাপ
খ) রূপকধর্মী রচনা
গ) দ্বিপদী শ্লোক
ঘ) গীতিকবিতা
Note : Allegory' হলো এমন এক ধরনের সাহিত্যকর্ম যেখানে চরিত্র বা ঘটনাগুলোর একটি অন্তর্নিহিত বা প্রতীকী অর্থ থাকে। এর সবচেয়ে উপযুক্ত বাংলা পরিভাষা হলো 'রূপকধর্মী রচনা'।
জব সলুশন